Pele in Hospital: ক্রিসমাসেও হাসপাতালে পেলে, জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন জানালেন কন্যা
কেলি ক্রিস্টিনা নাসিমেন্টো (Kely Cristina Nascimento) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, ৮২ বছর বয়সী বৃদ্ধ পিতাকে আলিঙ্গন করছেন তিনি।
সাও পাওলো, ২৫ ডিসেম্বর: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের বড় মেয়ে জানিয়েছেন, সাও পাওলোর হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করতে গিয়ে তাঁর বাবা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। কেলি ক্রিস্টিনা নাসিমেন্টো (Kely Cristina Nascimento) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, ৮২ বছর বয়সী বৃদ্ধ পিতাকে আলিঙ্গন করছেন তিনি। নাসিমেন্টো সেই ছবির সঙ্গে লেখেন "আমরা এখনও এখানে, যুদ্ধে এবং বিশ্বাসে আছি। আরও এক রাত একসঙ্গে"। শ্বাসকষ্টজনিত ইনফেকশনের চিকিৎসা ও ক্যান্সারের কেমোথেরাপির পুনর্মূল্যায়ন করতে গত মাসের শেষ দিকে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে (Albert Einstein hospital) ভর্তি হন পেলে। পেলের সুস্থতার কামনা করে বার্তা পাঠিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তিনি তাঁর অনুগামীদের 'রাজার জন্য প্রার্থনা' করতে আহ্বান জানিয়েছেন। বুধবার নাসিমেন্টো জানান, ক্রিসমাসের দিন হাসপাতালেই কাটাবেন তাঁর বাবা। FIFA World Cup 2022 : লিওনেল মেসি উপহার দিয়েছেন জয় শাহকে আর্জেন্টিনার জার্সি, প্রজ্ঞান ওঝা শেয়ার করলেন সেই ছবি
সাম্প্রতিক বছরে তার মেরুদণ্ড, কোমর, হাঁটু, কিডনিসহ বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। গত বছর প্রাক্তন সান্তোস ও নিউ ইয়র্ক কসমস তারকা অস্ত্রোপচার করে কোলন থেকে টিউমার বের করে আনেন। গত ৫ ডিসেম্বর দোহায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপ রাউন্ড অফ ১৬ জয়ের পর ব্রাজিলের খেলোয়াড়রা একটি বিশাল ব্যানার ধরেছিলেন, যাতে পেলের নামের সঙ্গে পেলের ছবি ছিল। বিশ্বকাপের সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার (Neymar) পেলের সর্বকালের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে যান। গত রবিবার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠার পর পেলের ইনস্টাগ্রাম পোস্টে দক্ষিণ আমেরিকা দল ও লিওনেল মেসিকে অভিনন্দন জানানো হয় তাঁর ইনস্টাগ্রাম থেকে। পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তিনি একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনি এই ক্রীড়ার সর্বোচ্চ শিরোপা জিতেছিলেন।