Odisha FC vs Hyderabad FC, ISL Live Streaming: ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ

Hyderabad FC (Photo Credit: Hyderabad FC/ Twitter)

আজ ১০ ফেব্রুয়ারি ওড়িশা এফসির (Odisha FC) মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম (Kalinga Stadium, Bhubaneswar) ম্যাচটি অনুষ্ঠিত হবে। হায়দরাবাদের বিরুদ্ধে প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়ায় জয় নিশ্চিত করতে মরিয়া জোসেপ গাম্বাউয়ের (Josep Gambau) দল। সোমবার এফসি গোয়ার সঙ্গে ম্যাচ ড্র করে ওড়িশা। শুক্রবার হার তাদের কঠিন পরিস্থিতিতে ফেলবে। অন্যদিকে, এই ম্যাচেই হয়তো নিজের বেঞ্চ স্ট্রেন্থ পরীক্ষা করে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে চাইবেন মানোলো মারকুয়েজ (Manolo Marquez)। শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে ওড়িশাকে জিততে হলে দারুণ খেলতে হবে কারণ হায়দরাবাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসি?

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম (Kalinga Stadium, Bhubaneswar) ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।