Odisha FC vs Chennaiyin FC, ISL 2023 Live Streaming: ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়

Chennaiyin FC (Photo Credit: Chennaiyin F.C./ X)

আইএসএলের প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মাঠে নামবে ওড়িশা এফসি। চেন্নাই ২০১৭ সালে আইএসএলে চ্যাম্পিয়ন হলেও ওড়িশা এখনও ফাইনালে উঠতে পারেনি। নতুন দল নিয়ে এ বছর ট্রফি ঘরে তোলার ভালো সম্ভাবনা রয়েছে তাদের। ২৩ সেপ্টেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে ওড়িশা এফসি ও চেন্নাইয়ান এফসি। ইতিহাসে ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। সাতটি জয় নিয়ে ওড়িশা আরও বেশিবার নিজেদের সেরা দল হিসেবে প্রমাণ করেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র ৩টি জয় পেয়েছে চেন্নাই। দু'জনের কোন দল জয় তুলে নিয়ে আইএসএল অভিযান শুরু করবে, সেটাই এখন দেখার। এএফসি কাপে মোহনবাগানের কাছে ৪-০ গোলে হেরে আইএসএল থেকে ছিটকে যায় ওড়িশা এফসি। অন্যদিকে, মোহামেডান এফসি-র বিরুদ্ধে ক্লাব ফ্রেন্ডলিতে শেষবার অফিশিয়াল ম্যাচ খেলেছে চেন্নায়িন এফসি। ম্যাচ ১-১ গোলে ড্র হয়। Asian Games 2023 Opening Ceremony Live Streaming: আজ হাংঝুতে আয়োজিত এশিয়ান গেমসের উদ্বোধনী আসর, সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

২৩ সেপ্টেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium in Bhubaneshwar) আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।