File picture of Manchester City vs Arsenal (Photo Credits: Getty Images)

করোনা সংকট কাটিয়ে ১০০ দিন পর আজ মাঠে ফিরছে প্রিমিয়র লীগ (Premier League 2019-20)। বুধবার জোড়া ম্যাচ দিয়ে প্রিমিয়র লীগের প্রত্যাবর্তন। অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেডের (Aston Villa vs Sheffield United) ম্যাচ। এরপর আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ খেলবে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City vs Arsenal)। অন্য লীগের মতোই এই লীগেও কড়া ভাবে মেনে চলা হবে স্বাস্থ্য বিধি। ভারতীয় সময় ইংলিশ প্রিমিয়র লীগের প্রথম ম্যাচ অর্থাৎ অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচটি রাত সাড়ে ১০টা থেকে দেখা যাবে। ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচটি ভারতীয় সময় রাত সাড়ে ১২ টা ৪৫ মিনিটে দেখা যাবে মিনিটে দেখা যাবে। ২৬ জুলাইয়ের মধ্যে লীগ শেষ করার পরিকল্পনা রাখা হয়েছে।

সিটি ঘরের মাঠের রেকর্ড যতটা ভালো আর্সেনালের অ্যাওয়ে ম্যাচের রেকর্ড ততটাই জঘন্য বলা চলে। সিটির সমান ১৩টি অ্যাওয়ে ম্যাচ খেলে গানাররা জয় পেয়েছে সিটির হারের সমান মাত্র ২টিতে বাকি ম্যাচগুলোর মাঝে আটটিতে ড্র করেছে হেরেছে তিনটিতে। ইতিহাদে তাই কার্যত দুর্ভেদ্য এক চ্যালেঞ্জ সামনে নিয়েই খেলতে হবে আর্টেটার দলকে। দুই দলের ফর্মের দিক বিবেচনা করলে উভয় দলই সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ ম্যাচের ৫ টিতে জিতেছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের অবস্থানে অবশ্য বেশ পার্থক্য দুই দলের। লিগ শিরোপা অনেকটা হাত ফস্কে গেলেও দ্বিতীয় স্থানে ঘাঁটি গেড়ে আছে সিটি। অপরদিকে আর্সেনালের জন্য লিগ টেবিলের প্রথম ভাগে টিকে থাকাটাই এখন চ্যালেঞ্জ, তাদের বর্তমান অবস্থান ৯। আরও পড়ুন: Aston Villa vs Sheffield United, Premier League 2019-20 Free Live Streaming Online: প্রিমিয়র লীগে অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড, জানুন কোথায়, কখন দেখবেন ম্যাচ

ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচ কবে?

ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচ ম্যাচটি হবে ১৮ জুন, বৃহস্পতিবার (বুধবার মাঝরাত)।

ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচ কোথায় হবে?

ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচ ইটিহাড স্টেডিয়ামে হবে।

ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচ কখন শুরু হবে?

ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচ ভারতীয় সময় বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে।

ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?

স্টার স্পোর্টস হল ভারতে প্রিমিয়র লীগের অফিশিয়াল সম্প্রচারক। তাই ভক্তরা স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস সিলেক্ট ২, স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি চ্যানেলে ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনালের লাইভ অ্যাকশন দেখতে পারেন।

ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

স্টার স্পোর্টস হল ভারতে প্রিমিয়র লীগের অফিশিয়াল সম্প্রচারক, তাই, ডিজনি+ , হটস্টারে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে। ফুটবল ভক্তরা ডিজনি + হটস্টারের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনালের সরাসরি স্ট্রিমিং পেতে পারেন।


আপনি এটাও পছন্দ করতে পারেন

EPL Clubs on VAR: ভিএআর বাতিলের পক্ষে ভোট দেবে প্রিমিয়ার লিগের ক্লাবেরা

Manchester United vs Liverpool, EPL Live Streaming: ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ইপিএল, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

Manchester City vs Newcastle United, EPL Live Streaming: ম্যাঞ্চেস্টার সিটি বনাম নিউক্যাসল ইউনাইটেড ইপিএল, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

Al-Nassr vs Al-Batin Free Live Streaming: সৌদি লিগে আজ রাতে নামছেন রোনাল্ডো, কীভাবে সরাসরি দেখবেন আল নাসের বনাম আল বাতিন ম্যাচ

Manchester City vs Arsenal, Emirates FA Cup Live Streaming:ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

Emilliano Martinez Save Video: বিশ্বকাপ জিতে উঠে প্রিমিয়র লিগে ফিরে অবিশ্বাস্য সেভ গোলকিপার এমি মার্টিনেজের, দেখুন ভিডিয়ো

Brazil vs Tunisia Live Streaming: কীভাবে সরাসরি দেখবেন ব্রাজিল-তিউনেশিয়া ম্যাচ

Elon Musk Buying Manchester United: রোনাল্ডোদের ক্লাব কিনতে চলেছেন মাস্ক!