Kalinga Super Cup Live Streaming: শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয়

Kerala Blasters (Photo Credit: @KeralaBlasters/ X)

বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আই লিগের দল শিলং লাজংয়ের (Shillong Lajong) বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) অভিযান শুরু করবে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। সব দলের জন্যই জয় গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ থেকে মাত্র একটি দল সেমিফাইনালে যাবে। আইএসএলের সেরা ফর্মে থাকা কেরল ব্লাস্টার্সে আজ অবশ্যই তাঁদের সুনাম বজায় রাখার চেষ্টা করবে, আজকে তাঁদের মূল ভরসা হতে পারে বিদেশি ফরোয়ার্ড দিমিত্রিওস ডিয়ামান্তাকোস (Dimitrios Diamantakos) এবং কোয়ামে পেপ্রা (Kwame Peprah)। আইএসএলের প্রথম পর্বে সাত গোল ও দু'টি অ্যাসিস্ট করে বিধ্বংসী ফর্মে রয়েছেন দিয়ামান্তাকোস। অন্যদিকে, গত বছরের ২৩ ডিসেম্বর আই লিগে নামধারীদের (Namdhari) বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার পর বিরতি কাটিয়ে বছরের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত শিলং লাজং। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আই লিগ ২০২৩-২৪-এ পঞ্চম স্থানে রয়েছে শিলং লাজং। এই দুই'দল আজ অবধি একে অপরের বিপক্ষে খেলেনি তাই আজ কি হয় সেটাই দেখার। I-League Teams: দক্ষিণ আফ্রিকায় খেলবে মহামেডান? সুপার কাপ ছেড়ে কানেক্ট কাপে শ্রীনিডি ডেকান?

কবে, কোথায় আয়োজিত হবে শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

১০ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম পিচে (Kalinga Stadium Pitch 1, Bhubaneswar) আয়োজিত হবে শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ।

কখন থেকে শুরু হবে শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শিলং লাজং বনাম কেরল ব্লাস্টার্স এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।