Jamshedpur vs Mumbai City, ISL Live Streaming: জামশেদপুর বনাম মুম্বই সিটি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন জামশেদপুর বনাম মুম্বই সিটির ম্যাচ

Mumbai City vs Jamshedpur (Photo Credit: Mumbai City FC/ Twitter)

২৭ জানুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ম্যাচে জামশেদপুরের (Jamshedpur) বিপক্ষে মাঠে নামবে মুম্বই সিটি (Mumbai City)। আজ পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে মুম্বই সিটি নামবে। শেষ লিগ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে (NorthEast United) ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দেস বাকিংহ্যামের (Des Buckingham) দল। পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থাকা জামশেদপুরের বিরুদ্ধে অবশ্যই প্রবল ফেভারিট তারা। অন্যদিকে, এইডি বুথরয়েডের (Aidy Boothroyd) দল গত সপ্তাহে বেঙ্গালুরুর কাছে হেরেছে। মুম্বই সিটির বিরুদ্ধে খেলতে হলে শুক্রবার দারুণ খেলা নিয়ে আসতে হবে মেন অফ স্টিলকে।

কবে, কোথায় আয়োজিত হবে জামশেদপুর বনাম মুম্বই সিটি?

জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex, Jamshedpur) জামশেদপুর বনাম মুম্বই সিটির ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে এফসি জামশেদপুর বনাম মুম্বই সিটি?

ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর বনাম মুম্বই সিটির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।