ISL 2023-24 Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩-২৪, সরাসরি দেখবেন যেখানে
মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হৃদয়বিদারক হারের পরে, জামশেদপুর এফসি (Jamshedpur FC) এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2023-24) প্লে অফে পৌঁছানোর আশায় ঘুরে দাঁড়াতে মরিয়া। আসন্ন লিগ ম্যাচে জামশেদপুর খেলবে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে। আজ ৮ মার্চ জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। মুম্বইয়ের বিরুদ্ধে জিতলে জামশেদপুর এফসি ষষ্ঠ স্থানে উঠে আসতে পারবে, বর্তমানে সেই জায়গা বেঙ্গালুরু এফসির দখলে রয়েছে। চলতি মরসুমে ১৮ ম্যাচ খেলে বেঙ্গালুরুর থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রেড মাইনার্সরা। এদিকে, মুম্বই সিটি এফসি এই মরসুমে নকআউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছে। আইএসএলের শেষ ম্যাচে পঞ্জাব এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এখন দ্বিতীয় স্থানে। Odisha vs Central Coast Mariners Result: এফসি কাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ক্লাবের কাছে হার ওড়িশার
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
৮ মার্চ জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex, Jamshedpur) আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।