Jamshedpur FC vs Bengaluru FC, ISL Live Streaming: জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ

Bengaluru FC at practice (Photo Credit: Bengaluru FC/ Twitter)

টানা দু'টি ম্যাচ জিতে ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) প্রত্যাবর্তন ঘটিয়েছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। টানা দু'টি ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে বেঙ্গালুরু। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকার আট নম্বরে রয়েছে বেঙ্গালুরু। সাইমন গ্রেসনের (Simon Grayson) দল এখন নিজেদের জয়ের ধারাকে তিন ম্যাচ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করবে। কারণ বুধবার জামশেদপুরকে (Jamshedpur FC) হারাতে হবে তাদের। জামশেদপুর ও বেঙ্গালুরুর মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচটি জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex) অনুষ্ঠিত হবে। এদিকে, শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারের পর মাঠে নামবে জামশেদপুর এফসি। এই মুহূর্তে এইডি বুথ্রোয়েডের দলের পয়েন্ট ন'টি। এদিকে, শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে জয়ের পর মাঠে নামবে জামশেদপুর এফসি। এই মুহূর্তে এইডি বুথ্রোয়েডের দলের (Aidy Boothroyd) পয়েন্ট ৯।

কবে, কোথায় আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি?

জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex) জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুর এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।