Kerala Blasters vs ATK Mohun Bagan: আইএসএল আজ কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে-মোহনবাগান, জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
আজ থেকে শুরু হচ্ছে আইএসএল ২০২০ (ISL 2020)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)-এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোয়ায় উদ্বোধনী ম্যাচে খেলবে এই দুটি দল। গতবারের ৯৫টি ম্যাচের পরিবর্তে এই মরশুমে মোট ১১৫টি ম্যাচের আয়োজন করা হয়েছে। লিগ তালিকায় শেষ ৪টি টিম পৌঁছবে প্লে অফে। শুক্রবার গোয়ার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু আইএসএল সিজন সেভেন।
আজ থেকে শুরু হচ্ছে আইএসএল ২০২০ (ISL 2020)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)-এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোয়ায় উদ্বোধনী ম্যাচে খেলবে এই দুটি দল। গতবারের ৯৫টি ম্যাচের পরিবর্তে এই মরশুমে মোট ১১৫টি ম্যাচের আয়োজন করা হয়েছে। লিগ তালিকায় শেষ ৪টি টিম পৌঁছবে প্লে অফে। শুক্রবার গোয়ার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু আইএসএল সিজন সেভেন।
এটিকের বেশিরভাগ ফুটবলারকেই এবার দলে রেখেছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। সঙ্গে যোগ হয়েছে সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু, তিরি, ইনম্যান। অন্যদিকে গত বার মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা স্প্যানিশ কোচ কিবু ভিকুনা এবার কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে।
কেরালা ব্লাস্টার্স এফসি-র সম্ভাব্য একাদশ: অ্যালবিনো গোমস, নিশু কুমার, বাকারি কোন, কোস্টা ন্যামোইনসু, জেসেল কার্নেইরো, জ্যাকসন সিং, ভিসেন্টে গোমেজ, নংডম্বা নওরেম, ফ্যাসুন্দো পেরেইরা, সাহাল আবদুল সামাদ, গ্যারি হুপার
এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ: অরিন্দম ভট্টাচার্য, তিরি, সন্দেশ ঝিঙ্গন, প্রীতম কোটাল, প্রণয় হালদার, এদু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, মাইকেল সুসাইরাজ, প্রবীর দাস, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস
পরিসংখ্যান: আইএসএলে এর আগে দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। পাঁচবার জিতেছে এটিকে। চারটি ম্যাচ জিতেছে কেরালা। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।