ISL 2020-21: আইএসএল ২০২০-২১ মরশুমে ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এসসি ইস্টবেঙ্গল দলের টিম প্রোফাইল একনজরে
২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল (ISL 2020-21)। চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ২০১৯ আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান (ATK Mohun Bagan) এবং কেরল ব্লাস্টার (Kerala Blasters)। এবছর সপ্তম বছরে পা দিল ইন্ডিয়ান সুপার লিগ। এবারের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ইস্টবেঙ্গলের খেলা। স্পনসর-সহ একাধিক কারণে ইস্টবেঙ্গলের কাছে আইএসএল বাধা হয়ে দাঁড়ায়, অবশেষে সমস্যা সমাধানে এগিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। শ্রী সিমেন্ট স্পনসর হিসেবে এগিয়ে আসায় আইএসএলে খেলা নিশ্চিত হয় শতাব্দী প্রাচীন ফুটবল দল ইস্টবেঙ্গলের।
২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল (ISL 2020-21)। চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ২০১৯ আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান (ATK Mohun Bagan) এবং কেরল ব্লাস্টার (Kerala Blasters)। এবছর সপ্তম বছরে পা দিল ইন্ডিয়ান সুপার লিগ। এবারের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ইস্টবেঙ্গলের খেলা। স্পনসর-সহ একাধিক কারণে ইস্টবেঙ্গলের কাছে আইএসএল বাধা হয়ে দাঁড়ায়, অবশেষে সমস্যা সমাধানে এগিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। শ্রী সিমেন্ট স্পনসর হিসেবে এগিয়ে আসায় আইএসএলে খেলা নিশ্চিত হয় শতাব্দী প্রাচীন ফুটবল দল ইস্টবেঙ্গলের।
এবারের আইএসএল ২০২০-২১ মরশুমে খেলতে চলেছে মোট ১১ টি দল। গোয়াতে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। জওহরলাল নেহেরু স্টেডিয়াম, ফাতোরদা: জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, তিলক ময়দান স্টেডিয়াম, ভাসকো।
দেখে নেওয়া যাক ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এসসি ইস্টবেঙ্গল দলের টিম প্রোফাইল-
ওড়িশা এফসি (Odisha FC)
হেড কোচ- স্টুয়ার্ট বাক্সটার
গোলকিপার- অঙ্কিত ভুয়ান, আর্শদীপ সিং, কমলজিৎ সিং, রবি কুমার
ডিফেন্ডার- গৌরব বোরা, জর্জ ডিসুজা, হেন্ড্রি অ্যান্টনায়, জ্যাকব, কমলপ্রীত সিং, মহম্মদ সাজিদ ধোত, সৌরভ মেহের, শুভম সারাঙ্গি, স্টিভেন টেলর
মিডফিল্ডার- বাওরিংদাও বোড়ো, কোলে আলেক্সান্ডার, ইশাক ভানলালরুয়াটফেলা, জেরি মাউইমিংথাঙ্গা, এস লালরেজুয়ালা, নানধাকুমার শেখর, পাল রামফাংজাউভা, স্যামুয়ে লালমুয়ানপুইয়া, থোইবা সিং, বিনিতা রাই
ফরোয়ার্ড: ড্যানিয়ে লালিমপুইয়া, দিয়েগো মাউরিসিও, লাইশাম সিং, ম্যানুয়েল ওনউ, মার্সেলো পারেরিয়া
নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)
হেড কোচ- গেরার্ড নাস
গোলকিপার- গুরমিত, নিখিল ডেকা, সঞ্জীবন ঘোষ, শুভাশীষ রায়
ডিফেন্ডার- আশুতোষ মেহতা, বেঞ্জামিন লাম্বোট, ডিলান ফক্স, গুরজিন্দার কুমার, মাশুর শেরীফ, নবীন রাভা, নিম দর্জি, প্রভাত লাকরা, রাকেশ প্রধান, ওয়েনি ভাজ
মিডফিল্ডার- ফেডরিকো গ্যালিগো, ইমরান খান, খাসা ক্যামারা, লালেঙমাউইয়া, লালরেমৌইয়া ফানাই, প্রজ্ঞান গগৈ
ফরোয়ার্ড- ব্রিট্টো পিএম, ইদ্রিসা সিল্লা, নিনথোইঙ্গানবা মীতি, কুয়েসি অ্যাপিয়া, লালখাওপুইমায়াই, লুইস মাচাদো, সুহের ভাডাক্কেপিড়িকা
এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)
হেড কোচ- রবি ফাউলার
গোলকিপার- দেবজিৎ মজুমদার, রফিক আলি, মিরশাদ মিচু, শঙ্কর রায়
ডিফেন্ডার- অভিষেক আম্বেদকর, অনিল চাওয়ান, ড্যানিয়েল ফক্স, গুরতেজ সিং, লালরামচুল্লোভা, মহম্মদ ইরশাদ, নারায়ন দাস, এন রোহেন সিং, নোভিন গুরুং, রানা ঘরামি, সামাদ মালিক, স্কট নিভিল্লি, প্রীতম সিং
মিডফিল্ডার- আরুন আমাদা-হলোওয়ে, অ্যান্টোনি জাইরু, ইউগেনসিওন লিনদোহ, হাওব্যাম সিং, জ্যাকুস, লোকেন মিতি, মিলন সিং, মহম্মদ রফিক, শেহনাজ সিং, সুরচন্দ্র সিং, মাত্তি স্টেইনমান, ওয়াহেনবাম লুয়াং, যুমনাম সিং
ফরোয়ার্ড- বলবন্ত সিং, সিকে বিনীত, গিরিক খোসলা, হরমনপ্রীত সিং, জেজে লালপেখলুয়া