Hyderabad FC vs SC East Bengal, ISL 2021–22 Live Streaming: কোথায়, কখন দেখবেন হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচের সরাসরি সম্প্রচার?

বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021–22) মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি ও এসসি ইস্টবেঙ্গল (Hyderabad FC vs SC East Bengal)। খেলাটি হবে গোয়ার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যাওয়ার জন্য আজকের ম্যাচ জিততে চাইবে হায়দরাবাদ। টানা পাঁচ ম্যাচ তারা অপরাজিত রয়েছে। গত ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে ১-১ গোলে করেছে মানোলো মার্কেজের ছেলেরা। বর্তমানে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ।

Hyderabad FC players during a training session (Photo credit: Twitter)

বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021–22) মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি ও এসসি ইস্টবেঙ্গল (Hyderabad FC vs SC East Bengal)। খেলাটি হবে গোয়ার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যাওয়ার জন্য আজকের ম্যাচ জিততে চাইবে হায়দরাবাদ। টানা পাঁচ ম্যাচ তারা অপরাজিত রয়েছে। গত ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে ১-১ গোলে করেছে মানোলো মার্কেজের ছেলেরা। বর্তমানে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ।

অন্যদিকে, এসসি ইস্টবেঙ্গল সাত ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে তারা। লাল-হলুদ ব্রিগেড তাদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে ০-২ গোলে হেরেছে।

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি কখন আছে?

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার খেলা হবে।

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কোথায় হবে?

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা হবে।

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কখন শুরু হবে?

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

হায়দরাবাদ এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে