Hyderabad FC vs ATK Mohun Bagan Live Streaming: কোথায়, কখন দেখবেন হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ? জেনে নিন এখানে
আজ আইএসএল ২০২০-২১-র ম্যাচে মুখোমুখি হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান। ২২ ফেব্রুয়ারি, ২০২১-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ার ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে। একের পর এক ম্যাচে জয়লাভ ও ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেছে হায়দেরাবাদ এফসি। শেষ ম্যাচে এটিকে মোহনবাগান ৩-১ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারায়। পুরো মরসুমে মোহনবাগান টানটান ম্যাচ উপহার দেয়। নিজামদের হারিয়ে ঘরে কাপ আনার স্বপ্ন বুনছে এটিকে মোহনবাগান।
আজ আইএসএল ২০২০-২১-র ম্যাচে মুখোমুখি হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান (Hyderabad FC vs ATK Mohun Bagan )। ২২ ফেব্রুয়ারি, ২০২১-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে গোয়ার ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে (Tilak Maidan Stadium)। একের পর এক ম্যাচে জয়লাভ ও ড্র করে সেমিফাইনালে পৌঁছে গেছে হায়দেরাবাদ এফসি। শেষ ম্যাচে এটিকে মোহনবাগান ৩-১ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারায়। পুরো মরসুমে মোহনবাগান টানটান ম্যাচ উপহার দেয়। নিজামদের হারিয়ে ঘরে কাপ আনার স্বপ্ন বুনছে এটিকে মোহনবাগান।
কখন, কীভাবে দেখবেন হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ?
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ কখন আছে?
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ ২২ ফেব্রুয়ারি, ২০২১ সোমবার হবে।
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ কোথায় হবে?
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে হবে।
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ কখন শুরু হবে?
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টায়।
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?
হায়দেরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে।