France vs Morocco FIFA Football World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে, কীভাবে দেখবেন খেলা
আগামী ১৬ ডিসেম্বর কাতারের আল বায়ত স্টেডিয়ামে (Al Bayt Stadium) ফ্রান্স-মরক্কোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে নামছে ফ্রান্স বনাম মরক্কো। ফ্রান্স ফেভারিট হলেও এবারের বিশ্বকাপে মরক্কোও রুখে দাঁড়াতে প্রস্তুত। বুধবার সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে তারা। ফ্রান্স শেষ রাউন্ডে ইংল্যান্ডকে পরাজিত করে, আর মরক্কো স্পেনকে পরাজিত করে। বৃহস্পতিবার কাতারের আল বায়ত স্টেডিয়ামে (Al Bayt Stadium) মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবে ফ্রান্স। কাতারের আল বায়ত স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। এদিকে আল থুমামা (Al Thumama Stadium) স্টেডিয়ামে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও জিততে পারেনি পর্তুগাল। ইতিহাসের প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল মরক্কো। এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স
কবে, কোথায় আয়োজিত হবে সেমিফাইনালে ফিফা বিশ্বকাপে ফ্রান্স (France) বনাম মরক্কো (Morocco) ম্যাচ?
When, Where, and How to Watch France vs Morocco Semi-Final Match Live?
আগামী ১৬ ডিসেম্বর কাতারের আল বায়ত স্টেডিয়ামে (Al Bayt Stadium) ফ্রান্স-মরক্কোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ফ্রান্স (France) বনাম মরক্কো (Morocco) ম্যাচ?
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।