Fatal Plane Crash Death: ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কোচ-সহ মৃত ৪ ফুটবলার
ব্রাজিলে ফের বিমান দুর্ঘটনায় (Fatal Plane Crash) মৃত্যু হল চার ফুটবলারের। চার বছরের ব্যবধানে আবারও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। রবিবার এক টুর্নামেন্টে খেলার উদ্দেশ্যে সেদেশের স্থানীয় ক্লাব পালমার চার ফুটবলার ও দলের প্রেসিডেন্ট রওনা দিয়েছিলেন। তাঁদের গন্তব্য ছিল ৮০০ কিলোমিটার দূরের গোইয়ানিয়া। বিমানে করেই তাঁরা যাত্রা করেছিলেন। টেকঅফের পরেপরেই পাশের জঙ্গলে ভেঙে পড়ে সেটি। ঘটনাস্থলেই পাইলট-সহ ৬ যাত্রীর মৃত্যু হয়েছে। এমন দুঃসংবাদ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সেদেশের ফুটবল মহলে নেমেছে শোকের ছায়া।
ব্রাজিলে ফের বিমান দুর্ঘটনায় (Fatal Plane Crash) মৃত্যু হল চার ফুটবলারের। চার বছরের ব্যবধানে আবারও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। রবিবার এক টুর্নামেন্টে খেলার উদ্দেশ্যে সেদেশের স্থানীয় ক্লাব পালমার চার ফুটবলার ও দলের প্রেসিডেন্ট রওনা দিয়েছিলেন। তাঁদের গন্তব্য ছিল ৮০০ কিলোমিটার দূরের গোইয়ানিয়া। বিমানে করেই তাঁরা যাত্রা করেছিলেন। টেকঅফের পরেপরেই পাশের জঙ্গলে ভেঙে পড়ে সেটি। ঘটনাস্থলেই পাইলট-সহ ৬ যাত্রীর মৃত্যু হয়েছে। এমন দুঃসংবাদ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সেদেশের ফুটবল মহলে নেমেছে শোকের ছায়া। মৃতদের তালিকায় রয়েছেন, চার ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গিলের্মে নোয়ে, রানুলে এবং মার্কাস মোলিনারি। বাকি দুজন হলেন ক্লাবের প্রেসিডেন্ট লুকাস মেরা ও দুর্ঘটনাগ্রস্ত বিমানের চালক ওয়াগনার। আরও পড়ুন-Weather Update: বঙ্গবাসীর শীত যাপনে দাঁড়ি টেনে সপ্তাহের শুরুতে ফের উধাও ঠান্ডা
বিমান দুর্ঘটনায় ফুটবলারদের মৃত্যু ব্রাজিলে কোনও নতুন ঘটনা নয়। গত বছরে বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। চার বছর আগের এমনই একদিনে শোক মুহ্যমান ছিল ফুটবলপ্রেমী দেশটি। ২০১৬ নভেম্বরে কোপা সুদামেরিকানা ফাইনাল খেলতে যাওয়ার পথে এ ভাবেই ভেঙে পড়েছিল শাপেকোয়েন্সের বিমান। সেই ঘটনার গোটা দলটাই প্রায় শেষ হয়ে যায়। তারও দু’বছর আগে ইন্তারনাসিওনাল ক্লাবের প্রাক্তন অধিনায়ক ফার্নান্ডো বিমান দুর্ঘটনায় মারা যান। বিশ্বফুটবলের এই শোকের দিনে শোকবার্তা জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ফিফা।