Netherlands vs Senegal, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম সেনেগাল ম্যাচ কীভাবে, কোথায় সরাসরি বিনামূল্যে দেখবেন
কাতারে বিশ্বকাপ অভিযান শুরু করছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস। সোমবার কাতার বিশ্বকাপে আফ্রিকার সেরা বাজি সেনেগালের (Senegal) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছেন ডাচরা।
Netherlands vs Senegal Live Streaming: কাতারে বিশ্বকাপ অভিযান শুরু করছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস। (Netherlands National Football Team)। সোমবার কাতার বিশ্বকাপে আফ্রিকার সেরা বাজি সেনেগালের (Senegal) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছেন ডাচরা। এবারও ফেভারিট ধরা হচ্ছে ইংল্যান্ড (England)-কে। তবে বারবার ফেভারিট হিসেবে নেমেও খালি হাতে ফেরাটা এতগুলো বছরে প্রায় অভ্যাসে পরিণত করেছে রানীক দেশ। গত বছর ইউরো কাপের ফাইনালে উঠে বিশ্বকাপে ভাল কিছু করার আশা বাড়িয়েছেন হ্যারি কেনরা।
নেদারল্যান্ডসের প্রথম লক্ষ্য হল গ্রুপ লিগের বাধা টপকানো। সেনেগাল ছাড়াও নেদারল্যান্ডসের গ্রুপে রয়েছে ইকুয়েডর ও আয়োজক দেশ কাতার।
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ নেদারল্যান্ডস (Netherlands) Vs সেনেগাল (Senegal) ম্যাচ
When, Where, and How to Watch Netherlands vs Senegal Match Live?
আজ, সোমবার ২১ নভেম্বর দোহার খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচ।
কখন থেকে শুরু হবে নেদারল্যান্ডস(Netherlands) Vs সেনেগাল (Senegal) ম্যাচ
ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে, জিও সিনেমা অ্যাপে-র চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে ম্যাচ দেখা যাবে।
Netherlands vs Senegal, FIFA Football World Cup 2022 Match When, Where, and How to Watch Live Streaming and TV Telecast With Channel Details Online