FC Goa vs Punjab FC, ISL 2023 Live Streaming: এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়
ইন্ডিয়ান সুপার লিগে আজ পঞ্জাব এফসি-র বিরুদ্ধে অভিযান শুরু করবে এফসি গোয়া। ২০১৫ এবং ২০১৮ সালে দু'বার এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে গোয়া। সুপার কাপে সাম্প্রতিক জয়ের সুবাদে পঞ্জাবের বিরুদ্ধে আসন্ন ম্যাচে গোয়ার দলে বেশ আত্মবিশ্বাস থাকবে। এখন লিগের শুরুতেই শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে কি না, সেটাই দেখার। আজ ২ অক্টোবর মরগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারতের দুই ক্লাব। এবারের আসরে পঞ্জাব অপেক্ষাকৃত নতুন দল। বিশেষ করে আগের ম্যাচে হার স্বীকার করার পর শিরোপা অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য তারা শুরুতেই কিছু পয়েন্ট সংগ্রহ করতে আগ্রহী হবে। তবে গোয়াকে হারানো খুব একটা সহজ কাজ হবে না। হায়দরাবাদের বিরুদ্ধে গোয়ার প্রাথমিক লিগ ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। তার আগে সুপার কাপে মোহনবাগানের বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় গোয়া। মোহনবাগানের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে আইএসএল অভিযান শুরু করে পঞ্জাব। ম্যাচের ৫৩ মিনিটে তাদের একমাত্র গোলটি করেন লুকা মাজসেন। Kolkata Derby to Reschedule?: ক্রিকেট বিশ্বকাপের কারণে পিছিয়ে যেতে পারে কলকাতা ডার্বি, অক্টোবরে বন্ধ যুবভারতী
কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
২ অক্টোবর মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে ( Fatorda Stadium in Margao) আয়োজিত হবে এফসি গোয়া বনাম পঞ্জাব এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এফসি গোয়া বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।