England vs Australia, FIFA Women's World Cup Semi-Final, Live Streaming: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ফিফা মহিলা বিশ্বকাপ সেমিফাইনাল, সরাসরি দেখবেন যেখানে
আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ শুরু হওয়া ৩২টি দলের মধ্যে মাত্র তিনটি দল অবশিষ্ট রয়েছে এবং ২০ আগস্ট রবিবার ট্রফিতে একটি নতুন নাম খোদাই করা হবে। প্রথম সেমিফাইনালে সুইডেনকে হারিয়ে স্পেন প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। অ্যাসেজের নারী ও পুরুষ ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলের সেমি-ফাইনালে মুখোমুখি হবে প্রথমবার। নিউজিল্যান্ড গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর টুর্নামেন্টের অপর আয়োজক অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডাকে পরাজিত করে এবং শেষ ষোলোতে জায়গা করে নেয়। টুর্নামেন্টের প্রাক্কালে স্যাম কেরের চোট মাটিলডাসের আশাকে বিপর্যস্ত করে কিন্তু তার সতীর্থরা শেষ ষোলোতে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে শিরোপার দাবিদার হয়ে ওঠে। এরপর ফ্রান্সকে পেনাল্টি শুট-আউটে পরাজিত করে প্রথমবারের মতো শেষ চারের স্থান নিশ্চিত করে তারা। এখন তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। চীনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লরেন জেমসের জোড়া গোলের সুবাদে ৬-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা। নাইজেরিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ইংল্যান্ড পেনাল্টিতে জয় পায়। কলম্বিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। FIFA Women's World Cup: সুইডেনের স্বপ্নের দৌড় থামিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে স্পেন
বুধবার, ১৬ আগস্ট
সেমিফাইনাল-১ঃ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (দুপুর ৩ঃ৩০টেয়)
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।