ISL 2020-21: 'আইএসএল খেলবে ইস্টবেঙ্গল', নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আইএসএল (ISL 2020-21) খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে। তিনি বলেন, "ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া সম্পূর্ণ নয় বাংলা। অতিমারিতেও অনেকে এগিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়।"

ইস্টবেঙ্গল! (Photo Credits: Quess East Bengal FC)

কলকাতা, ২ সেপ্টেম্বর: আইএসএল (ISL 2020-21) খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে। তিনি বলেন, "ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া সম্পূর্ণ নয় বাংলা। অতিমারিতেও অনেকে এগিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়।"

আজই চূড়ান্ত হয়ে গেল লাল হলুদের নতুন বিনিয়োগকারী। লাল হলুদের নতুন বিনিয়োগকারী শ্রী সিমেন্ট। চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে গেছে। ৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল ক্লাব এই নতুন যাত্রা উদযাপন করবে। আরও পড়ুন: Lionel Messi Transfer Update: ৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন মেসি

মুখ্যমন্ত্রী বলেন, "মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান, আমরা সব ক্লাবকেই ভালোবাসি। বাংলা ছাড়া ফুটবল সম্পূর্ণ হবে না। শ্রী সিমেন্ট, আশা করব তারা বাংলায় অনেক শিল্প করবে। করোনা আবহের মধ্যে তারা যেভাবে এগিয়ে এসে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়িয়েছে, সেটা অনেক বড় কথা। আমরা সব ক্লাবকে ভালোবাসি। সেই কারণে আমরা এখানে আছি। আমরা চাই বাংলার সভ্যতা সংস্কৃতি সব কিছু ভালো হোক। বাংলা সব কিছুতে ভারতবর্ষকে পথ দেখায়।"



@endif