East Bengal Fixture, Kalinga Super Cup: দেখুন, কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের সূচি
ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৯ জানুয়ারি হায়দরাবাদের বিপক্ষে
ওড়িশায় শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। ১৬টি দল ট্রফির জন্য লড়াই করছে। জয়ী দল ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ জায়গা করে নেবে। আইএসএল-এর ১২টি দলই প্রতিযোগিতায় সরাসরি প্রবেশের সুযোগ পেলেও ২৪ ডিসেম্বরের পর আই লিগের সেরা তিনটি দলই নিশ্চিত অংশগ্রহণ করবে। দ্বিতীয় স্তরের লিগ থেকে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ক্লাবটি আগামী ৮ জানুয়ারি সিঙ্গল লেগ প্লে-অফে মুখোমুখি হবে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো, নতুন বিদেশি স্ট্রাইকার কেনার প্রত্যাশা ও জল্পনার মাঝেই শুরু হবে সুপার কাপে ইস্টবেঙ্গলের সফর। এই মুহূর্তে প্রস্তুতি নজরে রাখা সত্ত্বেও ইমামি ইস্টবেঙ্গল তাকে ব্যাকআপ বিকল্প হিসাবে সিভেরিওকে ছাড়তে বেশ দ্বিধায় রয়েছে। লাল-হলুদ বাহিনী অবশ্যই চাইবে সেভেরিওকে দলে রেখে আক্রমণত্মাক গভীরতা নিশ্চিত করতে। Mohun Bagan Fixture, Kalinga Super Cup: একনজরে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগানের সূচি
তবে আর্থিক দিকটিও একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, কেবলমাত্র সুপার কাপের জন্য একটি চুক্তির প্রস্তাব দেবে কিনা সেটাই দেখার। এমনিতেও বিভিন্ন কারণে সুপার কাপ পর্যন্ত ব্যাকআপ খেলোয়াড় হিসেবে সিভেরিওকে রাখার সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। যে কোনও বিলম্ব নতুন ফুটবলারকে সুপার কাপে নামানোর পরিকল্পনাকে বিপদে ফেলতে পারে। সিভেরিওর ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তার মাঝে একচেটিয়া ভাবে সুপার কাপের জন্য আগত ফুটবলারকে রেজিস্ট্রেশন করানোর সিদ্ধান্তে উঠে এসেছে ম্যানেজমেন্টের সতর্ক মনোভাবের কথা। সুপার কাপে কি হয় এখন সেটাই দেখার।
দেখুন ইস্টবেঙ্গলের সূচি