Dani Alves Found Guilty of Sexual Assault: ধর্ষণের দায়ে সাড়ে চার বছর জেল প্রাক্তন ব্রাজিল তারকা দানি আলভেসের

২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার অভিজাত নাইটক্লাব সাটনে এ ঘটনা ঘটে। ক্লাবের টয়লেটে ২৩ বছর বয়সী অভিযুক্তের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করলেও তা সম্মতিক্রমে হয়েছে বলে দাবি করেছেন আলভেস।

Dani Alves (Photo Credit: X)

স্প্যানিশ নাইটক্লাবে এক মহিলাকে ধর্ষণের দায়ে বার্সেলোনা ও ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার দানি আলভেসকে (Dani Alves) দোষী সাব্যস্ত করা হয়েছে। কেরিয়ারের তুঙ্গে থাকা বিশ্বের অন্যতম সেরা রাইট-ব্যাক হিসেবে বিবেচিত এই তারকাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বার্সেলোনার যে আদালতে আলভেসের বিচার চলছিল, সেখানে এই রায় দেওয়া হয়। ৪০ বছর বয়সী দুই সন্তানের পিতা বিচারের সময় তার নির্দোষতার তীব্র প্রতিবাদ করেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার অভিজাত নাইটক্লাব সাটনে এ ঘটনা ঘটে। ক্লাবের টয়লেটে ২৩ বছর বয়সী অভিযুক্তের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করলেও তা সম্মতিক্রমে হয়েছে বলে দাবি করেছেন আলভেস। তবে পর্দার আড়ালে সাক্ষ্য দিয়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে নিশ্চিত করে যে আলভেস তার উপর জোর করেন। Tania Singh Suicide Case: মডেল তানিয়া সিংয়ের আত্মহত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্রিকেটার অভিষেক শর্মাকে তলব পুলিশের

ধর্ষণের রাতে উপস্থিত থাকা এক বন্ধু ভুক্তভোগীর মানসিক অবস্থার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন, ছোট বাথরুম থেকে বের হওয়ার পরে তাকে অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে দেখেন বলে বর্ণনা করেন। গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকে আলভেসকে কাতালান রাজধানীর কাছে ব্রায়ান্স-২ কারাগারে রিমান্ডে রাখা হয়। ৭ ফেব্রুয়ারি আদালতের কার্যক্রম শেষ হয়, প্রসিকিউশন নয় বছরের কারাদণ্ড এবং ভুক্তভোগীর ব্যক্তিগত প্রসিকিউটর ১২ বছরের কারাদণ্ডের পক্ষে ওকালতি করে। দোষী সাব্যস্ত যৌন অপরাধী হিসাবে আলভেস এখন এই সাজার বিরুদ্ধে আপিল করতে পারেন। কেরিয়ারের শীর্ষে দানি আলভেস রাইট-ব্যাক হিসাবে তার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত ছিলেন। বার্সেলোনা, পিএসজি এবং জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে মোট ৪১ টি ট্রফি অর্জনে দলের সঙ্গে ছিলেন তিনি। দানি আলভেসের সাজা শুরু হতেই এক সময়ের গৌরবময় ফুটবল কেরিয়ারের কলঙ্ক জুড়ে দেয়।