Top 5 Goal-Scorers in International Football: আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদো-মেসির তালিকায় অবসর ছেত্রীর

শেষ ম্যাচে গোল না করতে পারায় আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবসর নিলেন ছেত্রী

Sunil Chhetri (Photo Credit: India Football/ X)

বৃহস্পতিবার কলকাতায় কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের ইতি টানলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যদিও কলকাতায় ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার ম্যাচে কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় আন্তর্জাতিক ফুটবল থেকে মনের মতো অবসর নিতে পারেননি সুনীল ছেত্রী। ভারত এবং কুয়েত উভয়ই ভাল সুযোগ পেয়েছিল কিন্তু তাদের রূপান্তর করতে পারেনি। ভারত তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে এবং পরবর্তী রাউন্ডে যোগ্যতা অর্জনের জন্য তাদের এখন তাদের পরবর্তী ম্যাচে কাতারের বিরুদ্ধে জয়ের প্রয়োজন হবে। শেষ ম্যাচে গোল না করতে পারায় আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবসর নিলেন ছেত্রী। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) ও আলি দাইয়ির (Ali Daei) তালিকায় থেকে কেরিয়ারের ইতি টানলেন ৩৯ বছর বয়সী ছেত্রী। Luka Modric Wishes Sunil Chhetri On Farewell: দেখুন, অবসরের আগে সুনীল ছেত্রীকে বিদায়ী শুভেচ্ছা ক্রোয়েশীয় তারকা লুকা মদ্রিচের

১৮০ ম্যাচে ১০৬ গোল করা ফিফা বিশ্বকাপজয়ী মেসির পেছনে রয়েছেন ভারত অধিনায়ক এবং পর্তুগালের হয়ে ২০৬ ম্যাচে ১২৮ গোল করে রোনালদো তালিকার শীর্ষে রয়েছেন। দেশের হয়ে ১০৮ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইরানের দায়েই। ছেত্রী ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে সিনিয়র দলে অভিষেক করেন এবং তখন থেকেই তিনি দলের অংশ। তিনি তিনবার নেহেরু কাপ (২০০৭, ২০০৯, ২০১২) এবং চারবার (২০১১, ২০১৫, ২০২১, ২০২৩) দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তাঁর সেবার জন্য, তিনি ২০১১ সালে অর্জুন পুরস্কার এবং ২০২১ সালে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারেও ভূষিত হন।

একনজরে সেরা পাঁচ গোলদাতা

ক্রিশ্চিয়ানো রোনালদো- ২০৬ ম্যাচে ১২৮ গোল (পর্তুগাল)

আলী দাইয়ি- ১৪৮ ম্যাচে ১০৮ গোল (ইরান)

লিওনেল মেসি- ১৮০ ম্যাচে ১০৬ গোল (আর্জেন্টিনা)

সুনীল ছেত্রী- ১৪৩ ম্যাচে ৯৩ গোল (ভারত)

মোখতার দাহারি- ১৪২ ম্যাচ ৮৯ গোল (মালয়েশিয়া)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now