Copa America 2021: বিতর্কিত গোলে নাটকীয় জয় ব্রাজিলের, ক্ষোভে ফুঁসছে কলম্বিয়া
রেফারির পায়ে লেগে গোল, এনিয়ে বিতর্কের মাঝেই কলম্বিয়াকে হারিয়ে নাটকীয় জয় ছিনিয়ে নিল ব্রাজিল (Brazil)৷ এদিন ২-১ গোলে ব্রাজিলের কাছে পরাজিত কলম্বিয়া৷ ব্রাজিলের করা প্রথম গোল নিয়েই বিতর্ক।
রেফারির পায়ে লেগে গোল, এনিয়ে বিতর্কের মাঝেই কলম্বিয়াকে হারিয়ে নাটকীয় জয় ছিনিয়ে নিল ব্রাজিল (Brazil)৷ এদিন ২-১ গোলে ব্রাজিলের কাছে পরাজিত কলম্বিয়া৷ ব্রাজিলের করা প্রথম গোল নিয়েই বিতর্ক। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ কলম্বিয়া শিবির। ম্যাচের ১০ মিনিটের মাথায় অসাধারণ অ্যাক্রোব্যাটিক ভলিতে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ৭৮ মিনিটে গোল শোধ করেন রবার্তো ফিরমিনো। তাঁর হেড কলম্বিয়ার গোলকিপার অসপিনার হাতে লেগে জালে জড়িয়ে যায়। হেডটি সহজেই ধরে নেওয়া উচিত ছিল অসপিনার। কিন্তু তিনি বল ধরতে পারেননি। গোলটির ঠিক আগে একটি শট রেফারির গায়ে লাগে। কলম্বিয়ার ফুটবলাররা ভেবেছিলেন, রেফারি খেলা থামিয়ে দেবেন, কিন্তু সেটা হয়নি। রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এই আক্রমণ থেকেই গোল শোধ করে ব্রাজিল। আরও পড়ুন-কোপা আমেরিকা কাপ ২০২১পয়েন্ট টেবিল
রেফারির এহেন সিদ্ধান্তের প্রতিবাদের সরব হন কলম্বিয়ার ফুটবলাররা৷ তবে রেফারির সিদ্ধান্ত বদলায়নি৷ পরে চতুর্থ রেফারি সংযোজিত সময় দিলে তাতেই জয়সূচক গোলটি করেন ব্রাজিলের ক্যাসেমিরো৷ বার বার সুযোগ পেয়েও গোল নষ্ট করেন নেইমার৷ নাহলে বেশি গোলের ব্যবধানে জিততে পারত ব্রাজিল৷ আগেই কোয়ার্টার ফাইনালের স্থান পাকা করেছিল৷ এবার তিন ম্যাচে জয় পেয়ে গ্রুপবি-র শীর্ষে চলে গেল ব্রাজিল৷ ইকুয়েডরের বিরুদ্ধে পরের ম্যাচ আগামী রবিবার৷ এদিকে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া৷