Brazil Qualify For 2022 World Cup: ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ব্রাজিল

২০২২ সালের ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ব্রাজিল। যোগ্যতা অর্জন ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022 ) খেলার যোগ্যতা অর্জন করল ব্রাজিল (Brazil)। যোগ্যতা অর্জন ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশটি। ৭২ মিনিটে একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপে পৌঁছে গেলো ব্রাজিল।

এদিন, প্রত্যাশিতভাবেই শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ব্রাজিল। যদিও পাল্টা চাপ তৈরি করতে শুরু করে কলম্বিয়া। সাত মিনিটে আচমকা দূর থেকে শট নেন উইলমার বারিওস। বুলেট গতিতে বল ক্রসবারের একটু উপর দিয়ে যায়। প্রথমার্ধ গোলশূন্য় ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রেদকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান ব্রাজিল কোচ। তাতে আক্রমণে কিছুটা গতি বাড়ে। ৭২ মিনিটে আসে কাঙ্খিত গোল। মাঝমাঠে মার্কিনিয়োস নেইমারকে পাস দেন। পিএসজি তারকা পা বাড়িয়ে ডি-বক্সে পাকেতার দিকে বলের দিক পাল্টে দেন। বল পেয়ে ডান পায়ে শট নেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার। বল ঢুকে যায় কলম্বিয়ার জালে।

১২ ম্যাচ খেলে ১১টিতে জয় ও ১টিতে ড্রয় করে৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে সর্বোচ্চ পাঁচটি দল যাবে কাতার বিশ্বকাপে। বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা উরুগুয়ের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে তিতের শিষ্যরা।