Assam Police Recovers Maradona's Watch: কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার হাবলট ঘড়ি উদ্ধার হল অসমে, গ্রেফতার ১
কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার (Diego Maradona) হাবলট ঘড়ি উদ্ধার হল অসমে। দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে ওই হাবলট ঘড়ি (Hublot watch) উদ্ধার করেছে অমস পুলিশ (Assam Police)। এছাড়াও, ওয়াজিদ হোসেন (Wazid Hussein) নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার টুইটারে জানিয়েছেন,ওই যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করেছে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় দিয়োগো মারাদোনার হাবলট ঘড়িটি উদ্ধার করেছে অসম পুলিশ।
গুয়াহাটি, ১১ ডিসেম্বর: কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার (Diego Maradona) হাবলট ঘড়ি উদ্ধার হল অসমে। দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে ওই হাবলট ঘড়ি (Hublot Watch) উদ্ধার করেছে অসম পুলিশ (Assam Police)। এছাড়াও, ওয়াজিদ হোসেন (Wazid Hussein) নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার টুইটারে জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করেছে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় দিয়োগো মারাদোনার হাবলট ঘড়িটি উদ্ধার করেছে অসম পুলিশ।
দামি ঘড়ি, সানগ্লাস, জামা-কাপড়, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার পছন্দের তালিকায় এগুলিই প্রথম দিকে ছিল। অবশ্য দামি হাতঘড়ির প্রতি একটু বেশিই দুর্বল ছিলেন তিনি। অনেক সময়, দুই হাতেই তাঁকে ঘড়ি পরতে দেখা গিয়েছে। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭,৯৯২ জন, মৃত্যু ৩৯৩ জনের
গত বছরের নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মারাদোনা। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে তিনি প্রায় একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। ১৯৯০ সালে ইটালি বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু, সেবার জিততে পারেননি। ১৯৯৭ সালে ফুটবলকে বিদায় জানান মারাদোনা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)