Argentina Beats Chile: মেসিকে ছাড়াই চিলিকে তিন গোলে হারাল আর্জেন্টিনা, গোল নয়া দশ নম্বর দিবালার

বিশ্বকাপ জয়, টানা দুটো কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলের দারুণ সময়ে লিওনেল মেসিকে ছাড়াই সহজ জয় পেল।

Argentina National Football Team (Photo Credit: @footballontnt/ X)

বিশ্বকাপ জয়, টানা দুটো কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা  (Argentina National Football team) ফুটবলের দারুণ সময়ে লিওনেল মেসিকে ছাড়াই সহজ জয় পেল। শুক্রবার ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতাপর্বের (2026 FIFA World Cup qualification) ম্যাচে দেশের মাটিতে চিলি (Chile)কে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। জয়ের সুবাদে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লাতিন আমেরিকার বাছাই পর্বে নিজেদের স্থান মজবুত করল স্কালোনির দল।

প্রথম গোলটা করতে ৪৮ মিনিট সময় নিলেও লিওনেল স্কালোনির দলকে এরপর আর বেগ পেতে হয়নি। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ভয়ানক চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। তারপর তাঁর মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কিন্তু লিও-কে ছাড়াই দুরন্ত খেলল আর্জেন্টিনা। মেসির পরিবর্তে দেশের ১০ নম্বর জার্সিতে নেমে পাওলো দিবালা ম্যাচের ৯১ মিনিটে দলের তৃতীয় গোলটি করলেন। ম্যাচের ৪৮ মিনিট আলেক্সিস ম্যাক আলিস্টারের গোলে আর্জেন্টিনার ফল ১-০ হয়। এরপর হুলিয়ান আলভারেসের ৮৪ মিনিটের গোলে লিড দ্বিগুণ করে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর খেলার একেবারে শেষের দিক দিবালার গোলে ম্যাচ শেষ হয় ৩-০। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ আগমী বুধবার কলম্বিয়ার বিরুদ্ধে। দিবালাদের সেই ম্যাচ খেলতে হবে কলম্বিয়ায় গিয়ে।

দেখুন চিলির বিরুদ্ধে দিবালার গোল

এদিকে, আগমিকাল, শনিবার ঘরের মাটিতে ব্রাজিল নামছে ইকুয়েডরের বিরুদ্ধে। চলতি বাছাই পর্বে ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট পেয়ে ঘোর বিপদে আছে ব্রাজিল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে পয়েন্ট তালিকায় এখন ৬ নম্বরে থাকা ব্রাজিলকে টানা বেশ কয়েকটা ম্যাচ জিততেই হবে।