Al-Hazem vs Al-Nassr, King Cup of Champions 2024–25 Live Streaming Online in India: কীভাবে সরসারি দেখবেন ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর আল-নাসেরের ম্যাচ, কিংস কাপ চ্যাম্পিয়ন্সে আল-হাজেম বনাম আল নাসেরের ম্যাচ

চলতি মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিং কাপ অফ চ্যাম্পিয়ন্সে তার প্রথম ম্যাচে খেলতে নামবেন। সৌদি কিং কাপের ম্যাচে রোনাল্ডোর আল-নাসের মুখোমুখি হচ্ছে আল-হাজেমের।

Cristiano Ronaldo (Photo Credit: @Al_Nassrt/ X)

চলতি মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিং কাপ অফ চ্যাম্পিয়ন্সে তার প্রথম ম্যাচে খেলতে নামবেন। সৌদি কিং কাপের ম্যাচে রোনাল্ডোর আল-নাসের মুখোমুখি হচ্ছে আল-হাজেমের। সৌদি পেশাদার লিগে শেষ ম্যাচে আল-ইত্তিফাক-কে হারিয়ে ছিল আল-নাসের। এবার মরসুমটা একেবারেই ভাল শুরু হয়নি আল নাসেরের। তবে ধীরে ধীরে ছন্দে ফিরছেন রোনাল্ডোরা। আল-নাসেরের নতুন কোচ হয়ে এসেছেন স্টেফানো পিওলি। পিওলি-র কোচিংয়ে নতুন কোন ছকে খেলেন রোনাল্ডোরা সেটাই দেখার। রোনাল্ডো গোলের মধ্যে আছেন ঠিকই, কিন্তু এখনও সেই পুরনো ছন্দ খুঁজে পাননি। সাদিও মানেও ফর্ম খোঁজার চেষ্টা করছেন। মুখোমুখিসাক্ষাতে আল-নাসের ১৫ বার জিতেছে, আর আল-হাজেম জিতেছে ৫ বার।

কবে, কখন আয়োজিত হবে কিংস কাপ অফ চ্যাম্পিয়নে আল-নাসের বনাম আল-হাজেম ম্যাচ?

আজ, সোমবার সৌদি আরবের বুরায়েদের কিং আবদুল্লা স্পোর্টস সিটিতে আয়োজিত হবে এই ম্যাচ। ভারতীয় সময় রাত ৯টা ৫ থেকে শুরু হবে খেলা।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে ম্যাচ

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে খেলা।

অনলাইনে কীভাবে সরাসরি দেখা যাবে খেলা?

সোনি লিভ অ্যাপের মাধ্যমে রোনাল্ডোদের এই খেলা সরাসরি দেখা যাবে।