AFC Asian Cup Live Streaming: কোথায় দেখবেন এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ? জানুন বিস্তারিত

সরাসরি অনলাইনে এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে

AFC Asian Cup Qatar 2023 (Photo Credit: @YoursTrulyVivid/ X)

আগামী ১৩ জানুয়ারি কাতারের আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় পুরুষ ফুটবল দল। ১৯৫৬ সালে এএফসি এশিয়ান কাপ শুরু হওয়ার পর থেকে ভারত ১৯৬৪, ১৯৮৪, ২০১১, ২০১৯ এবং ২০২৩ সালে পাঁচবার মহাদেশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছে। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় ফুটবল দল 'বি' গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার সঙ্গে। এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি ভারতে লাইভ স্ট্রিমিং এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখা যাবে। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা এবং ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাংতে সহ বেশ কয়েকজন পরিচিত নাম রয়েছে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন দলে। IND Squad, AFC Asian Cup: সুনীল ছেত্রীর এফসি এশিয়ান কাপের ২৬ সদস্যের দলে কারা?

কবে থেকে আয়োজিত হবে এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ?

আগামী ১৩ থেকে ২৩ জানুয়ারি কাতারে এফসি এশিয়ান কাপের ভারতের লিগ ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ?

এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচের সময় বিকেল ৫টা এবং রাত ৮টা।

জেনে নিন টিভিতে কোথায় এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ

সরাসরি টিভিতে এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ

সরাসরি অনলাইনে এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।