IPL Auction 2025 Live

Hockey World Cup 2023: ৪৮ বছরের খরা কাটাতে নেমে জোড়া গোলে জিতে বিশ্বকাপ শুরু ভারতের

৪৮ বছর পর হকি বিশ্বকাপে পদকের খরা কাটাতে নেমে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শুক্রবার ওডিশার রাউরকেল্লায় বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারাল ভারতীয় হকি দল।

Indian Hockey Team. (Photo Credits: Twitter)

৪৮ বছর পর হকি বিশ্বকাপে পদকের খরা কাটাতে নেমে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শুক্রবার ওডিশার রাউরকেল্লায় ভরা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারাল ভারতীয় হকি দল। ভারতের হয়ে গোল দুটি করলেন অমিত রোহিদাস (১২ মিনিট) ও হার্দিক সিং (২৬ মিনিট)। বিশ্ব ক্রম তালিকায় ৬ নম্বরে থাকা ভারত অলিম্পিক্সে পদকের খরা কাটায় ২০২১ সালে টোকি অলিম্পিকে ব্রোঞ্জ জিতে। এবার দেশের মাটিতে বিশ্বকাপে পদকের খরা কাটাতে নেমেছন হরমনপ্রীত সিংরা।

১৯৭৫ সালে ভারত শেষবার হকি বিশ্বকাপে সোনা জেতে। তারপর সোনা তো দূরের কথা কখনও পদকই জিততে পারেনি ভারত। ভারতের গ্রপের প্রথম খেলায় ইংল্য়ান্ড ৫-০ গোলে হারায় ওয়েলশকে। রবিবার গ্রুপে তাদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরদ্ধে নামছে ভারত। বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে ভারতের ঠিক একধাপ আগে আছে ইংল্যান্ড (৫)। আরও পড়ুন- ফ্রান্সকে ৮-০ গোলে হারাল অস্ট্রেলিয়া

দেখুন টুইট

কোয়ার্টার ফাইনালে সরাসরি উঠতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। চারটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। আর গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় সেখানে থাকা দল খেলবে প্লে অফ বা ক্রস ওভারে। ক্রস ওভার থেকে জিতে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে। গ্রুপের শেষ দল বিদায় নেবে।