FIH Men's Hockey World Rankings: পুরুষদের বিশ্ব হকিতে প্রথম তিনে ঢুকে পড়ল ভারত

টোকিও অলিম্পিকে স্মরণীয় পারফরম্যান্স তুলে ধরে পদক জয়ের পর ফের সুখবর ভারতীয় হকিতে। বিশ্ব হকির ক্রমতালিকায় প্রথম তিনে ঢুকে পড়ল ভারত।

(Photo Credits: Getty Images)

লন্ডন, ১৭ অগাস্ট: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) স্মরণীয় পারফরম্যান্স তুলে ধরে পদক জয়ের পর ফের সুখবর ভারতীয় হকি (Indian Hockey)- তে। বিশ্ব হকির ক্রমতালিকায় (Rankings) প্রথম তিনে ঢুকে পড়ল ভারত (Indian Men's Hockey Team)। হকিতে ইউরোপের দুই সুপার পাওয়ার নেদারল্যান্ডস (৪ নম্বরে), জার্মানি (৫ নম্বরে) মত দেশকেও পিছনে ফেলে স্বর্ণযুগ ফেরার ইঙ্গিত দিল ভারতীয় হকি। সেখানে এক সময় ভারতকে কঠিন চ্যালেঞ্জ দেওয়া পাকিস্তান নেমে গেল ১৮ নম্বরে। পাকিস্তানের আগে আছে ওয়েলশ, ফ্রান্সের মত দেশও। আরও পড়ুন: জানুন টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি

টোকিও গেমসে সোনা জিতে বেলজিয়াম শীর্ষে থাকল। রুপো জয়ী অস্ট্রেলিয়া দুই নম্বরে। তিন নম্বরে থাকা ভারতের সঙ্গে শীর্ষে থাকা বেলজিয়ামের পয়েন্টের ব্যবধান ৩৫৪ পয়েন্টের। আগামী অক্টোবরে ভারত ফেভারিট হিসেবে নামছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ভারত শীর্ষে ওঠার সুযোগ পাবে। রিও অলিম্পিকে সোনা জয়ী আর্জেন্টিনা নেমে গেল সাত নম্বরে।

টোকিও অলিম্পিকে পদক জয়ের পর ভারতীয় পুরুষ হকি দলের প্রধান লক্ষ্য ২০২৩ হকি বিশ্বকাপে পদক জেতা। ১৯৭৫ বিশ্বকাপে সোনা জেতার পর হকির বিশ্বমঞ্চে আর কখনও পদক জেতেনি ভারতীয় পুরুষ হকি দল। ২০২৩ হকি বিশ্বকাপ আয়োজিত হবে ভূবনেশ্বর ও রাউরকেল্লায়।