Indian Football Team: ক্রিকেটে শোকের পর ফুটবলে হতাশা, কাতারের কাছে লড়েও তিন গোলে হার ভারতের
৪৮ ঘণ্টা আগে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মাদের হারের দু:খের দেশের ফুটবল দলকে জড়িয়ে ধরেছিলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
ভূবনেশ্বর, ২১ নভেম্বর: ৪৮ ঘণ্টা আগে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মাদের হারের দু:খের দেশের ফুটবল দলকে জড়িয়ে ধরেছিলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। কিন্তু ফুটবলেও হতাশ করল টিম ইন্ডিয়া। মঙ্গলবার ভূবনেশ্বরে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতাপর্বের খেলায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে ০-৩ গোলে হেরে গেল ভারত। কুয়েতের কাছে অ্যাওয়ে ম্যাচে জেতার পর দেশের মাটিতে কাতারের কাছে বড় ব্যবধানে হারের পর সুনীল ছেত্রীরা ফের হতাশার দুনিয়ায় ফিরলেন।
ম্যাচের ৪ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ভারত। এরপর ম্যাচে ফেরত আসার যাবতীয় চেষ্টা করেও লাভ হয়নি সুনীলদের। ম্যাচের ৪৭ মিনিটে ফের গোল করে ভারতকে আরও চাপে ফেলে দেয় কাতার। খেলা শেষের মিনিট চারেক আগে ম্যাচের ফল ৩-০ করে আবুদারসাগ। আরও পড়ুন-টিকটিক, টিকটিক... বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেটে বড় নিয়ম চালুর ঘোষণা, বদলে যাবে ক্রিকেট!
বছর চারেক আগে কাতারকে তাদের দেশের মাটিতে রুখে দিয়েছিল ভারতীয় দল। কিন্তু এবার নিজের দেশের মাটিতে গত বছরের বিশ্বকাপ আয়োজকদের বিরুদ্ধে সুনীলদের হারতে হল তিন গোলে। সুনীলরা লড়লেন, কিন্তু সেটা দুটো দলের ফিফা ব়্যাঙ্কিংয়ে ৪০ ধাপ ব্যবধানটা মোছার পক্ষে যথেষ্ট হল না। একটা গোল করলেও কিছুটা সান্ত্বনা মিলত। কিন্তু সাহালের সহজ মিসে সেটাও হাতছাড়া হল। শুভাশীষ, উদন্ত, সুনীলরা লড়লেন ঠিকই, কিন্তু সেই লড়াইয়ের দাম থাকল না।
দেখুন স্কোরবোর্ড
চলতি বছর আর খেলতে দেখা যাবে না ভারতীয় ফুটবল দলকে। জানুয়ারিতে কাতারে একেবারে এশিয়া কাপে খেলতে নামবেন সুনীল ছেত্রীরা। ভারতীয় ফুটবল দল ১৩ জানুয়ারি এশিয়া কাপের প্রথম ম্য়াচ নামবে গত বিশ্বকাপে দারুণ খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যে অজি দল মেসিদের কাতার বিশ্বকাপের প্রি কোয়ার্টারে মাথার ঘাম পায়ে ফেলতে বাধ্য করেছিলেন।