FIFA World Cup 2022: ম্যাচের শেষে স্টেডিয়াম পরিষ্কার জাপান সমর্থকদের, মন জিতল নেটিজেনদের (দেখুন ভিডিও)
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জাপানের কোনও সংযোগ না থাকলেও জাপানের সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। ম্যাচের শেষে সব সমর্থকরা যখন স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেছেন তখন জাপানের সমর্থকরা স্টেডিয়ামে দর্শকাসনে গিয়ে বোতল, প্যাকেট তুলে স্টেডিয়াম পরিষ্কার করতে শুরু করেন
২০১৪ সালে দেখা গিয়েছিল এই ছবি , ২০১৮সালের রাশিয়া বিশ্বকাপের পরও দেখা গিয়েছিল এই ছবি। ২০২২ এও সেই ছবি বদলালো না । গতকাল ২৩ নভেম্বর কাতার বিশ্বকাপের 'ই' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান ও জার্মানি।আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জাপান।তবে শুধু খেলাতে নয় মানসিকতাতেও মন কেড়ে নিয়েছেন জাপানি সমর্থকরা। জাপানের ম্যাচের পর সদস্যরা গোটা স্টেডিয়ামের পড়ে থাকা আবর্জনা পরিস্কার করার দায়িত্ব তুলে নিয়েছিল নিজের কাঁধে।
ফিফা ওয়ার্ল্ড কাপের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে- এই জাপানি সমর্থকদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সমর্থকদের ভালবাসায়, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।দেখুন সেই ভিডিও-
তবে শুধু কালকের ম্যাচে নয়, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জাপানের কোনও সংযোগ না থাকলেও জাপানের সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। ম্যাচের শেষে সব সমর্থকরা যখন স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেছেন তখন জাপানের সমর্থকরা স্টেডিয়ামে দর্শকাসনে গিয়ে বোতল, প্যাকেট তুলে স্টেডিয়াম পরিষ্কার করতে শুরু করেন ।বাহারিনের এক কনটেন্ট ক্রিয়েটর প্রথম ম্য়াচের পর ভিডিওটি শেয়ার করেন -