FIFA World Cup 2022: আজ রাতে কী হলে প্রি কোয়ার্টারে হতে পারে নেইমার বনাম রোনাল্ডো দ্বৈরথ
কাতার বিশ্বকাপে আজ, শনিবার শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। ইতিমধ্যেই ১৪টি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে।
দোহা, ২ ডিসেম্বর: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) আজ, শনিবার শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। ইতিমধ্যেই ১৪টি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। বাকি আছে, আর দুটি স্থান। আর এই দুটি স্থানের জন্য লড়াইয়ে সুইজারল্যান্ড, সার্বিয়া, ঘানা, দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে।
ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় গ্রুপ H-এর ম্যাচে পর্তুগাল খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে, আর ঘানার মুখোমুখি উরুগুয়ে। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই পর্তুগাল শেষ ষোলোয় উঠে গিয়েছে। এবার এই গ্রুপ থেকে নক আউটে ওঠার লড়াইয়ে ঘানা (৩), দক্ষিণ কোরিয়া (১) ও উরুগুয়ে (১)। নক আউটে উঠতে হলে ঘানাকে যদি উরুগুয়ে হারায়, আর দক্ষিণ কোরিয়াকে হেরে যায়, তখনই একমাত্র লুই সুয়ারেজরা নক আউটে উঠতে পারবেন। অন্যদিকে, ঘানা জিততে তো বটেই, এমনকী ড্র করলেও প্রি কোয়ার্টারে উঠতে পারে, যদি পর্তুগাল হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে। আরও পড়ুন-কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল যে সব হেভিওয়েট দেশ
অন্যদিকে, পর্তুগালকে যদি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয় ,আর ঘানাকে হারায় উরগুয়েতাহলে কোরিয়দের গোলপার্থক্যে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা থাকবে।
প্রি কোয়ার্টারে ব্রাজিল বনাম পর্তুগাল ম্যাচ হতে পারে একটা শর্তে, যদি এই দুটি দলের মধ্যে কোনও একটি দল রানার্স হয়। পর্তুগাল একমাত্র গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে শেষ করতে হবে। সেক্ষেত্রে রোনাল্ডোদের হারাতে হবে কোরিয়াকে, আর ঘানাকে বড় ব্যবধানে হারাতে হবে উরুগুয়ে-কে। গোলপার্থক্যে এখন ঘানার থেকে ৩টি গোলে এগিয়ে পর্তুগাল।
অন্যদিকে, ব্রাজিলের অবস্থাও অনেকটা তেমন। পর্তুগালের মত ক্যাসিমারোরা প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। হয়। ব্রাজিল একমাত্র গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে শেষ করতে হবে। সেক্ষেত্রে তিতের দলকে হারাতে হবে ক্যামেরুনকে, আর সার্বিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে সুইজারল্যান্ডকে। গোলপার্থক্যে এখন সুইসদের থেকে ৩টি গোলে এগিয়ে ব্রাজিল। তাই বলা যায় প্রি কোয়ার্টারে নেইমার বনাম রোনাল্ডো ম্যাচ হওয়া কঠিন। বরং এখন যা পরিস্থিতি তাই শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে ঘানা, আর রোনাল্ডারা খেলতে পারন সোমারের সুইজারল্যান্জের বিরুদ্ধে। সুইসরা এদিন সার্বিয়াকে রুখে দিলেই শেষ ষোলোয় উঠতে পারবেন।
আজকের ম্যাচ
পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া
ঘানা বনাম উরুগুয়ে
(দুটি ম্যাচই রাত সাড়ে ৮টা থেকে শুরু)
ব্রাজিল বনাম ক্যামেরুন
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
(দুটি ম্যাচই রাত সাড়ে ১২টা থেকে শুরু)
(খেলা দেখা যাবে স্পোর্টস ১৮, স্পোর্টস এইচডি, এমটিভি, জিও সিনেমা অ্যাপে)
পয়েন্ট টেবল
গ্রুপ জি
ব্রাজিল ৬ পয়েন্ট
সুইজারল্যান্ড ৩ পয়েন্ট
ক্যামেরুন ১ পয়েন্ট
সার্বিয়া ১ পয়েন্ট
গ্রুপ এইচ
পর্তুগাল: ৬ পয়েন্ট
ঘানা: ৩ পয়েন্ট
দক্ষিণ কোরিয়া: ১ পয়েন্ট
উরুগুয়ে: ১ পয়েন্ট