RCB: বিরাটের পরিবর্তে আরসিবি-র নেতৃত্বে গতবারের 'ম্যান অফ দি ফাইনাল' ফাফ দু'প্লেসি
অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল আইপিএলের বড় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত মরসুম শেষে বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ফাফ দু'প্লেসিকে আনল আরসিবি।
বেঙ্গালুরু, ১২ মার্চ: অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল আইপিএলের মেগা ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। গত মরসুম শেষে বিরাট কোহলি (Virat Kohli) নেতৃত্ব ছাড়ার পর তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ফাফ দু'প্লেসি (Faf Du Plessis) কে আনল আরসিবি (RCB)। ৩৭ বছরের ফাফ দু প্লেসির অধীনেই খেলবেন বিরাট কোহলি। গতবার চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ের পিছনে বড় ভূমিকা ছিল ফাফ দু প্লেসি-র। ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন ফাফ দু প্লেসি। দুবাই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফাইনালে ব্যাট হাতে ফাফ করেছিলেন ৫৯ বলে ৮৬ রান। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
ক মাস আগে বেঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলামে সাত কোটি টাকায় ফাফ দু প্লেসি-কে কেনে আরসিবি। তখন থেকেই জল্পনা চলছিল ঠান্ডার মাথার ফাফ-কেই হয়তো নেতৃত্বে আনা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএল শুরুর মাত্র দিন পনেরো আগে অধিনায়কের নাম ঘোষণা করল আরসিবি। দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে থাকাকালীন দেশকে বেশ কিছু বড় সাফল্য এনে দেন ফাফ দুপ্লেসি। একবারও আইপিএল চ্যাম্পিয়ন না হওয়া আরসিবি-র ট্রফির খরা কাটাতে ফাফ-ই এখন ভরসা। আরও পড়ুন: বেঙ্গালুরু টেস্টে ২৩ রানে আউট বিরাট
দেখুন টুইট
গত বছর সংযুক্ত আরবআমিরশাহিতে আইপিএল চলাকালীন বিরাট কোহলি জানিয়েছিলেন , তিনি আর নতুন মরসুম থেকে আরসিবি-র অধিনায়কত্ব করবেন না। তখন থেকেই জোর জল্পনা চলছে বাগিচার শহরের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নতুন অধিনায়ক কাকে করা হয়। মেগা নিলামের বেশ কয়েক দিন কেটে গেলেও এখনও তাদের অধিনায়কের নাম ঘোষণা করছিল না আরসিবি। RCB-ই সবার শেষে অধিনায়কের নাম ঘোষণা করল।