Euro 2020: আজ ড্যানিশ ডিনমাইটের সামনে বেলরা সতর্ক, ইতিহাস গড়ে শেষ আটে ওঠার হাতছানি ইতালির সামনে

আজ, শনিবার থেকে শুরু হচ্ছে ইউরো কাপ ২০২০-র প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ প্রথম দিনে দুটো ম্যাচ। প্রথম কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক খেলবে ওয়েলশের বিরুদ্ধে।

লন্ডন, ২৬ জুন: আজ, শনিবার থেকে শুরু হচ্ছে ইউরো কাপ ২০২০ (Euro Cup 2020)-র প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ প্রথম দিনে দুটো ম্যাচ। প্রথম কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক (Denmark) খেলবে ওয়েলশের (Wales) বিরুদ্ধে। ইতালি (Italy)-অস্ট্রিয়া (Austria) মুখোমুখি হবে দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে। আরও পড়ুন: Copa America 2021: উদ্বেগ উড়িয়ে শেষ আটে উরুগুয়ে, দেখুন চোখ ধাঁধানো গোল

একেবারে স্বপ্নের ফর্ম নিয়ে ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়ার বিরুদ্ধে আজ, শনিবার নামছে ইতালি। লন্ডনে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় হতে চলা এই ম্যাচে নামার আগে ইতালি টানা ৩০ ম্যাচে অপরাজিত। আজ জিতলে ইতালি টানা ২১ ম্যাচে অপরাজিত থেকে নয়া রেকর্ড গড়বে। পাশপাশি ১১টা আন্তর্জাতিক ম্যাচে কোনও গোল খায়নি আজ্জুরি-রা। অন্যদিকে, এই প্রথম ইউরো কাপের নক আউট রাউন্ডে খেলছে অস্ট্রিয়া। প্রথমবার কোনও বড় টুর্নামেন্টের এত বড় ম্যাচে খেলার আগে উত্তেজিত অস্ট্রিয়া শিবির। টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রিয়াকে হিসেবেই রাখেনি বিশেষজ্ঞরা। কিন্তু ইউক্রেনের মত শক্তিশালী দলকে হারিয়ে চমক দিয়েই প্রথমবার ইউরোর প্রি কোয়ার্টারে উঠেছে অস্ট্রিয়া।

এদিকে, ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় আমস্টারডামে প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে নামছে ডেনমার্ক-ওয়েলশ। গ্রুপের প্রথম দুটো ম্যাচে হারের পর শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে শেষ ষোলো রাউন্ডে উঠেছে ড্যানিশরা। ফিনল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে হেরে কার্যত বিদায় নিয়ে নিয়েছিল বেলিজয়ামরা। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে পুতিনিরে দেশে গিয়ে রাশিয়াকে উড়িয়ে গোলপার্থক্যে দ্বিতীয় হয়ে নক আউট রাউন্ডে ওঠে বেলজিয়াম। ফিনল্যান্ডে ম্যাচে মাঠে লুটিয়ে পড়ে কার্যত মৃত্যুর দোরগড়া থেকে বেঁচে ফেরা গ্যারি এরিকসনের জন্য এবারের ইউরোয় ভাল কিছু করতে মরিয়া ডেনমার্ক। গতবারের সেমিফাইনালিস্ট ওয়েলশ এবার সেভাবে ছন্দে নেই। তুরস্কের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পর সুইসদের কাছে আটকে যান বেলরা।

গ্রুপের শেষ ম্যাচে ইতালিদের কাছে ০-১ গোলে হেরে নক আউটে নামছে ওয়েলশ। ডেনমার্ক-ওয়েলশ ম্যাচকে ৫০:৫০ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকী এই ম্যাচ টাইব্রেকারে গড়াতে পারে বলেও মনে করা হচ্ছে।

ডেনমার্ক-ওয়েলশ ম্যাচ কখন থেকে শুরু হবে

ভারতীয় সময় সাড়ে ৯টা থেকে আমস্টারডামে শুরু হবে এই প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ

কোন চ্যানেলে দেখা যাবে খেলা

সোনি টেন টু এইচডি-এসডি, সহ সোনি স্পোর্টসের নানা চ্যানেলে দেখা যাবে খেলা।

অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ

সোনি লিভে সরাসরি দেখা যাবে ম্যাচ। জিও টিভি ও ফ্যান কোড অ্যাপেও দেখা যাবে ম্যাচ।

ইতালি-অস্ট্রিয়া ম্যাচ কখন থেকে শুরু হবে ম্যাচ

ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।

কোন চ্যানেলে দেখা যাবে খেলা

সোনি টেন টু এইচডি-এসডি, সহ সোনি স্পোর্টসের নানি চ্যানেলে দেখা যাবে খেলা।

অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ

সোনি লিভে সরাসরি দেখা যাবে ম্যাচ। জিও টিভি ও ফ্যান কোড অ্যাপেও দেখা যাবে ম্যাচ।