Women's World Cup 2022: রুদ্ধশ্বাস ম্যাচে কিউইদের হারিয়ে ভারতকে ধরে ফেলল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

আয়োজক দেশ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরল ইংল্যান্ড। রবিবার অকল্যান্ডে কিউইদের ১ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। ইংল্যান্ডকে জিততে হল করতে ২০৪ রান, সেখানে তাদের ১৯৬ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল

Cunning from Frankie Mackay. (Photo Credits: Twitter)

অকল্যান্ড, ২০ মার্চ:  মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women's World Cup 2022) আয়োজক দেশ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরল ইংল্যান্ড। রবিবার অকল্যান্ডে কিউইদের ১ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। ইংল্যান্ডকে জিততে হল করতে ২০৪ রান, সেখানে তাদের ১৯৬ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে দলকে ব্যাট হাতে দলকে জেতান একাদশতম ব্যাটার অ্যানয়া শ্রুবসোলে। ব্যাট হাতে ৬১ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন ইংল্যান্ডের ব্যাটার ন্যাট স্কিভার। টানা দুটো ম্যাচে জিতে লিগ তালিকায় নেট রান রেটের ভিত্তিতে কিউইদের টপকে পাঁচে উঠে এল।

ইংল্যান্ড আজ জেতায় মহিলাদের সেমিফাইনালে ওঠার ব্যাপারেও ভারতের আরও একটা চ্যালেঞ্জার বেড়ে গেল। প্রথম তিনটি ম্যাচে হেরে বিদায় নিতে নিতে ফিরে এসে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরল। আরও পড়ুন: এশিয়া কাপ ক্রিকেট, কবে কোথায় জানুন

দেখুন টুইট

পয়েন্ট তালিকায় এখন চারটি দেশের পয়েন্ট চার। ওয়েস্ট ইন্ডিজ (৫ ম্যাচে ৪), ভারত (৫ ম্যাচে ৪), ইংল্যান্ড (৫ ম্যাচে ৪), নিউ জিল্যান্ড (৫ ম্যাচে ৪)। নেট রানেরেটের ভিত্তিতে তিনে ওয়েস্ট ইন্ডিজ, ভারত চার নম্বরে। পাঁচ ম্যাচের পাঁচটাতেই জিতে সেমিফাইনালে উঠে গিয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় দু নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৮ পয়েন্ট)। পয়েন্ট তালিকায় প্রথম চারটি স্থানে থাকা দল শেষ চারে উঠবে। সেক্ষেত্রে এখনও নেট রানরেটের ভিত্তিতে চার নম্বরে থাকা ভারতীয় মহিলা দলের ওপর চাপ বাড়ল।

লিগের খেলায় ভারতের শেষ দুটি ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ (মঙ্গলবার) ও দক্ষিণ আফ্রিকা (শনিবার)। সেখানে ইংল্যান্ড শেষ দুটি ম্যাচ খেলবে পয়েন্ট তালিকায় একেবারে শেষে থাকা দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের আগামী দুটি ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ড শেষ ম্যাচে খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। সব মিলিয়ে মিতালী-ঝুলনদের সেমিতে ওঠার কাজটা মোটেও সহজ নয়।