CWG 2022: অ্যাথলেটিক্সে বউনি করে বার্মিংহ্যামে সোনার ষোলো কলা পূর্ণ, ট্রিপল জাম্পে সোনা-রুপো দুটোই জিতল ভারত

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরষদের ট্রিপল জাম্পে সোনা, রুপো দুটোই জিতলেন ভারতের দুই অ্যাথলিট।

Eldhose Paul. (Photo Credits: Twitter)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরষদের ট্রিপল জাম্পে সোনা, রুপো দুটোই জিতলেন ভারতের দুই অ্যাথলিট। ট্রিপল জাম্পে সোনা জিতলেন ভারতের এলহোস পল (১৭.০৩ মিটার)। চলতি বার্মিংহ্যাম গেমসে অ্যাথলেটিক্স থেকে এটিই ভারতের প্রথম সোনা জয়। পাশাপাশি কমনওয়েলথ গেমসের ইতিহা সে এই প্রথম ট্রিপল জাম্পে সোনা জিতলেন কোনও ভারতীয় অ্য়াথলিট। পলের থেকে মাত্র ০.০১ মিটার কম লাফিয়ে রুপো জিতলেন কেরলেরই আব্দুল্লা আব্বুবাকের।

চলতি কমনওয়েলথ গেমসে এলহোস পলের ঝাঁপের ফলে এল ভারতের ১৬তম সোনার পদক। এমনকী সেই ইভেন্টে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া করে চার নম্বরে শেষ করলেন আরেক ভারতীয় অ্যাথলিট প্রবীণ চিত্রাভেল (১৬.৮৯ মিটার)। আরও পড়ুন-সরাসরি কীভাবে দেখবেন ফাইনালে ভারতীয় মহিলা ও অস্ট্রেলিয়া মহিলাদের মধ্যে ম্যাচ

দেখুন টুইট

আজ, রবিবার অ্যাথলেটিক্স থেকে ভারতের তৃতীয় পদকটা এল পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে সন্দীপ কুমারের মাধ্যমে। ৩৮ মিনিট ১৯.১৮ সেকেন্ডে হাঁটা দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতলেন সন্দীপ কুমার। এই খেলার মহিলাদের বিভাগে রুপো জিতেছিলেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী।

দেখুন টুইট

এর আগে বক্সিংয়ে আসে দুটি সোনার পদক। সোনা জেতেন ভারতের দুই বক্সার নীতু ঘায়ানঘাস ও অমিত পাঙ্ঘাল। ভারত এখনও পর্যন্ত ১৫টি সোনা, ১১টি রুপো, ১৭টি ব্রোঞ্জ জিতেছে।

এদিকে, পুরুষ ও মহিলা সিঙ্গলসে দুটোতেই ভারতীয়রা ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন পিভি সিন্ধু আর পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। মহিলাদের ক্রিকেটের ফাইনালে আজ, রবিবার রাতে অস্ট্রেলিয়াক বিরুদ্ধে নামছে ভারত। মহিলাদের হকিতে নিউ জিল্যান্ডকে হারিয়ে এল ব্রোঞ্জ। আগামিকাল, সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোনা জয়ের ম্যাচে নামছে ভারতীয় পুরুষ হকি দল।