Cristiano Ronaldo Transfer News: ম্যানচেস্টার ছেড়ে রোনাল্ডো কি ডর্টমুন্ডে? বড় ঘোষণা বরুসিয়ার
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। মরসুমের আগে থেকেই চলা রোনাল্ডো বিদায়ের জল্পনা প্রিমিয়র লিগে লাল ম্যানচেস্টারের প্রথম দুটি ম্যাচে বিপর্যয়ের পর সিআর সেভেনের থাকা অনিশ্চিত।
লন্ডন, ২০ অগাস্ট: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। মরসুমের আগে থেকেই চলা রোনাল্ডো বিদায়ের জল্পনা প্রিমিয়র লিগে লাল ম্যানচেস্টারের প্রথম দুটি ম্যাচে বিপর্যয়ের পর সিআর সেভেনের থাকা অনিশ্চিত। শুধু পারফরম্যান্স নয়, রোনাল্ডোর আচরণ-ব্যবহার নিয়েও বিরক্ত ম্যান ইউ কর্তারা। তবে ৩৭ বছরের পর্তুগীজ মহাতারকা ম্যান ইউ ছেড়ে যাবেন কোথায়?
চেলসি থেকে পিএসজি-রোনাল্ডোকে নিয়ে গররাজি সবাই। এবার জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডও জানিয়ে দিল, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনাল্ডোকে কোনও কথাই তাদের মধ্য়ে হয়নি। রোনাল্ডোর বয়স অনেক, তার ওপর তাকে দলে নিতে হলে বরুসিয়াকে তাদের সবচেয়ে বেশি অর্থ পাওয়া ফুটবলার মার্কো রেয়াসের থেকেও বেশি অর্থ খরচ করতে হবে। তাই রোনাল্ডোকে নিয়ে তারা আগ্রহী নয় বলে জার্মানির এই ক্লাব জানিয়ে দিয়েছে। আরও পড়ুন-সেপ্টেম্বরে লর্ডসে শেষ ম্যাচ ঝুলনের
দেখুন টুইট
ক দিন ধরে জল্পনা চলছিল, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনাল্ডো জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিতে পারেন।