Dhoni On Retirement: অবসরের প্রশ্নে এমনটাই জানালেন ধোনি

আগামী ছয় সাত মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া যাবে পরবর্তী আইপিএলে খেলা নিয়ে, অবসরের প্রশ্নে এমনটাই জানালেন ধোনি

সোমবার আমদাবাদে গুজরাট টাইটানকে ৫ উইকেটে হারানোর পর ধোনিকে নিয়ে উচ্ছসিত গোটা দেশ।তবে এর মধ্য়েই আইপিএল থেকে অবসর নেওয়ার ক্ষেত্রে বড়সড় আপডেট দিলেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএল থেকে অবসরের প্রশ্নে তিনি জানান, অবসরের ঘোষণা করাটা সবথেকে সহজ বিষয় হবে, কিন্তু তিনি আরও নমাসের মধ্যে নিজেকে প্রস্তুত করে ২০২৪ আইপিএল দর্শকদের উপহার হিসেবে দিতে চান বলে জানিয়েছেন তিনি।

সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান, "এটা সব থেকে সঠিক সময় অবসরের, কিন্ত  যে পরিমান ভালবাসা আমাকে দেওয়া হয়েছে এই বছর জুড়ে, তাতে আমি মনে করি খুব সহজভাবে বলা যাবে যে ধন্যবাদ, কিন্তু সবথেকে কঠিন বিষয় হচ্ছে আরও ৯ মাস ধরে পরিশ্রম করা এবং ফিরে আসা এবং আইপিএলের আরও একটি সিজন খেলা, কিন্তু এর অনেকটাই নির্ভর করছে দেহের ওপর, এই সিদ্ধান্তটা নিতে ছয় থেকে সাত মাস সময় লাগবে।এটা আমার পক্ষ থেকে একটা উপহার হবে যদিও এটা আমার পক্ষে সহজ না,কিন্তু যে পরিমান ভালবাসা এবং শ্রদ্ধা তাঁরা দেখিয়েছে, তাতে আমাকে কিছু একটা করতে হবে "।

তবে পরের বছরের আইপিএল ম্যাচে ধোনি ফিরে আসেন কিনা এখন এটাই সব থেকে বড় বিষয়।তবে সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই ক্রিকেটপ্রেমীদের।

 



@endif