CWG 2022 Day 2 India Schedule: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারতীয়রা, দেখে নিন সম্পূর্ণ সূচি

গতকাল ২৯ জুলাই থেকে শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। প্রথম দিনটি ভারতীয় দলের জন্য বেশ ভালই গিয়েছে। পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্তের দৌলতে ভারতীয় ব্যাডমিন্টন দল পাকিস্তানের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়ী হয়েছে। যদিও মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। বক্সিংয়ে শিব থাপা পাকিস্তানের সুলেমান বালুচের বিরুদ্ধে খুব সহজেই জয় পেয়েছেন। ভারতীয় মহিলা হকি দল ঘানাকে উড়িয়ে দিয়েছে। ১৪ বছর বয়সি স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং মহিলা সিঙ্গলসে জয় পেয়েছেন। ভারতের মহিলা টেবিল টেনিস দলও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে।

Commonwealth Games Indian Contingent (Photo: Twitter)

গতকাল ২৯ জুলাই থেকে শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। প্রথম দিনটি ভারতীয় দলের জন্য বেশ ভালই গিয়েছে। পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্তের দৌলতে ভারতীয় ব্যাডমিন্টন দল পাকিস্তানের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়ী হয়েছে। যদিও মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। বক্সিংয়ে শিব থাপা পাকিস্তানের সুলেমান বালুচের বিরুদ্ধে খুব সহজেই জয় পেয়েছেন। ভারতীয় মহিলা হকি দল ঘানাকে উড়িয়ে দিয়েছে। ১৪ বছর বয়সি স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং মহিলা সিঙ্গলসে জয় পেয়েছেন। ভারতের মহিলা টেবিল টেনিস দলও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে।

দ্বিতীয় দিনে ভারতের নজর থাকবে ভারোত্তোলক মীরাবাই চানুর দিকে। মহিলাদের ৫৫ কেজি বিভাগে আজ তিনি নামবেন। প্রথম পদক জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে আপামোর ভারতবাসী। আরও পড়ুন: Pritam Kotal Staying At ATK Mohun Bagan: এটিকে মোহনবাগানেই থাকছেন ডিফেন্ডার প্রীতম কোটাল, জানিয়ে দিল ক্লাব

এখানে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনের জন্য ভারতীয় দলের ক্রীড়া সূচি রয়েছে: