AUS vs SA, Gabba Test: গাব্বায় কাল থেকে শুরু অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট, প্রথম ১১ ঘোষণা অজিদের

আগামিকাল, শনিবার থেকে ব্রিসেবেনের গাব্বায় শুরু হচ্ছ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্য়াচের টেস্ট সিরিজ।

Pat Cummins. (Photo Credits: Twitter)

আগামিকাল, শনিবার থেকে ব্রিসেবেনের গাব্বায় শুরু হচ্ছ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্য়াচের টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ২-০ উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে রেখে নামছে অজিরা। সেখানে টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার ১২ পর্ব থেকে বিদায়ের ধাক্কার পর দক্ষিণ আফ্রিকা নামছে ফিরে আসার লড়াইয়ে।

ওয়েস্ট ইন্ডিজেদর বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের পরিবর্তে অজি দলকে নেতৃত্বে দিয়েছিলেন স্টিভ স্মিথ। চোট সারিয়ে স্কোয়াডে ফিরেছেন প্যাট কামিন্স। গাব্বা টেস্টে কামিন্সের নেতৃত্বেই নামছে অজিরা। গাব্বায় প্রথম একাদশ ঘোষণা করেছে ব্যাগি গ্রিন-রা। উইকেটকিপার সহ ছয় স্পেশালিস্ট ব্য়াটার, তিন স্পেশালিস্ট পেসার, এক পেসার অলরাউন্ডার ও এক স্পিনারে গাব্বায় প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। আরও পড়ুন-দেড়শোতে শেষ বাংলাদেশ, ২৫৪ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের নামল ভারত

দেখুন টুইট

ওপেন করবেন উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার। তিনে দারুণ ফর্মে থাকা স্টিভ স্মিথ। চার, পাঁচে যথাক্রমে ট্র্যাভিস হেড ও ক্যামেরুন গ্রিন। উইকেটকিপার-ব্য়াটার হিসেবে থাকছেন আলেক্স ক্যারি। তিন স্পেশালিস্ট পেসার হিসেবে দলে রাখা হয়েছে প্য়াট কামিন্স, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডকে। এক স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন ন্যাথান লিঁয়। পেসার-অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্যামেরন গ্রিন।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্য়াচের টেস্টে সিরিজের প্রথম খেলা শুরু কাল ১৭ ডিসেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট বক্সিং ডে ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু। সিডনিতে ৪ জানুয়ারি থেকে শুরু সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট।

গাব্বায় অস্ট্রেলিয়ার প্রথম একাদশ-

ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুসচানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড,আলেক্স ক্যারি (উইকেটকিপার),প্যাট কামিন্স, (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লিঁয়, স্কট বোল্যান্ড।



@endif