Zimbabwe Beats India: বিশ্বকাপ জেতার পরের ম্যাচে জিম্বাবোয়েতে হার টিম ইন্ডিয়ার, হারারের হারিকিরিতে গিলদের পরাস্ত করে চমক রাজাদের
ঠিক এক সপ্তাহ আগে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। আর আজ জিম্বাবোয়েতে টি-২০ ম্যাচে হারল টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরের ম্যাচেই জিম্বাবোয়ের কাছে হেরে গেল ভারত।
হারারে, ৬ জুলাই: শনিবার হারারে-তে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে ১৩ রানে হারল শুভমন গিলের নেতৃত্বে খেলা টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ী দলের কোনও সদস্য না খেললেও এই হার ভারতীয় ক্রিকেটের কাছে লজ্জার। কারণ জিম্বাবোয়ে এবার ২৪ দেশের টি টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
পাশাপাশি গিলদের দলে যেখানে আইপিএলের কোটি কোটি টাকার হিরোরা খেলছেন, সেখানে সিকন্দার রাজাদের দলের অনেকেই এদিন খেলতে এলেন বাসে চড়ে। রোহিত, বিরাটদের অবসরের পর টি-২০-তে ভারতের শুরুটা পুরোপুরি আতঙ্কের হল। বিশ্বকাপের যোগ্যতা না পাওয়া জিম্বাবোয়ের কাছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে পড়লেন গিল-রা। জিম্বাবোয়ের পেসার তেন্ডাই ছাতারা ও পার্টটাইম স্পিনার তথা অধিনায়ক সিকান্দার রাজা-র বোলিংয়ের সামনে ধরাশায়ী হল ভারতীয় দল। ছাতারা ও রাজা তিনটি করে উইকেট নেন। কাজে এল না ভারতের স্পিন রবি বিষ্ণু-র ১৩ রান দিয়ে ৪ উইকেটের দুরন্ত স্পেল। পড়ুন প্রথম ইনিংসের রিপোর্ট
দেখুন খবরটি
এদিন প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে মাত্র ১১৫ রান তুলেছিল। তখন মনে হয়েছিল গিল-রা কত তাড়াতাড়ি এই ম্যাচ জিততে পারেন সেটাই দেখার। কারণ রোহিত শর্মা, বিরাট কোহলিদের অবসরের পর ভারতীয় টি-২০ দলে যারা গুরু দায়িত্ব নিতে পারেন যেমন গিল, ঋতুরাজ গায়কোড়, রিঙ্কু সিং-রা দলে ছিলেন। সুযোগ পেয়েছেন আইপিএলের সুপার রিয়ান পরাগ, অভিষেক শর্মা-রাও। কিন্তু হারারের হারাকারিতে ভারতীয় ব্যাটিং ইউনিট সব একসঙ্গে মুখ থুবড়ে পড়লেন।
টিম ইন্ডিয়ার মোট চারজন ব্যাটার খাতাই খুলতে পারেননি। ভারতের মাত্র তিনজন দু অঙ্কের রান করেলন, তার মধ্যে আবার রয়েছেন ৯ নম্বরে নামা আবেশ খান (১৬)। সর্বোচ্চ রান অধিনায়ক শুবমন গিল (৩১)-এর। শেষের দিকে লড়লেন ওয়াশিংটন সুন্দর (২৭)। বাকিরা পুরোপুরি ব্যর্থ। দেশের জার্সিতে অভিষেক ম্যাচে নেমে অভিষেক শর্মা শূন্য রানে আউট হন। বিশ্বকাপ দলে বঞ্চিত থাকা নিয়ে অনেক চর্চা হওয়া রিঙ্কু সিংও আউট হন শূন্য রানে। ব্যর্থ হলে ঋতুরাজ গায়কোয়েড় (৭)। প্রথমবার দেশের টি টোয়েন্টি দলে সুযোগ পেয়ে একেবারেই খেলতে পারলেন না রিয়ান পরাগ (২) ও ধ্রুব জুরেল (১৪ বলে ৬ রান)।
রান তাড়া করতে নেমে ২২ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। এরপর ৬ উইকেটে ৪৭ হয়ে যায় টিম ইন্ডিয়ার। সেখান থেকে আরও বড় লজ্জার হাতে থেকে বাঁচান অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও টেলেন্ডার আবেশ খান।