Fastest Half-Century In IPL: যশস্বীর ব্যাটের দাপটে দুমড়ে গেল নাইটরা! ১৩ বলে ৫০ করে রেকর্ড একসময়ের ফুচকা বিক্রেতার

অনেকটা যেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের মতো কেটেছে তাঁর জীবন। আর অভাবের আগুনে পুড়ে তাঁর মতোই কয়লা থেকে যেন হিরে-তে পরিণত হয়েছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। বৃহস্পতিবার ইডেনে তারই ঝলকানি দেখলেন নাইট রাইডার্সের খেলোয়াড় ও স্টেডিয়ামে হাজির দর্শকরা।

Photo Credits: Twitter

কলকাতা: অনেকটা যেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) রিঙ্কু সিংয়ের মতো কেটেছে তাঁর জীবন। আর অভাবের আগুনে পুড়ে তাঁর মতোই কয়লা থেকে যেন হিরে-তে পরিণত হয়েছেন রাজস্থান রয়্যালসের (RR) যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বৃহস্পতিবার ইডেনে তারই ঝলকানি দেখলেন নাইট রাইডার্সের খেলোয়াড় ও স্টেডিয়ামে হাজির দর্শকরা। ১৩ বলে ৫০ রান করে যেমন আইপিএলের ইতিহাসে  দ্রুতগামী ৫০ রানের রেকর্ড (fastest half-century) গড়লেন তেমনি মন জয় করলেন বিপক্ষ দলের অনেক সমর্থকেরই। প্রিয় দল নাইট রাইডার্সের হেরে যাওয়ার দুঃখ সত্ত্বেও যাঁরা মুগ্ধ যশস্বীর ব্যাটিং যশে। পাশাপাশি ভেঙে দিলেন আইপিএলের ইতিহাসে থাকা প্যাট কামিন্স ও লোকেশ রাহুলের রেকর্ড। আর তাঁর ব্যাটে ভর করেই কলকাতাকে ৯ উইকেটে হারিয়ে দিল রাজস্থান।

২০২৩ সালের আইপিএল (IPL) প্রতিযোগিতায় প্রথম থেকেই ছন্দে রয়েছেন উত্তর প্রদেশের বাসিন্দা ও রাজস্থান রয়্যালসের যশস্বী। তবে বৃহস্পতিবার শুরু থেকেই তাঁর আচরণ বুঝিয়ে দিচ্ছিল আজ হয়তো ব্যাট হাতে তাণ্ডব দেখাবেন তিনি। ক্রিজে এসে প্রথম ওভারেই নাইট অধিনায়ক নীতীশ রানাকে দু’টি ছক্কা এবং তিনটি চার মারতে দেখে চমকে উঠেছিলেন অনেকে। প্রথম ৬ বলে ২৬ রান করার পর তাঁকে আটকে রাখতে পারেননি নাইট বোলাররা। যশস্বীর তাণ্ডবের সময় দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছিল রাজস্থানের বাকি ব্যাটসম্যানদেরও।



@endif