Sourav Ganguly On Virat Kohli's Remarks: বিরাট বিতর্কে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন বিসিসিআই সভাপতি?
বিরাট কোহলির (Virat Kohli) দাবি ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আজ সৌরভ বললেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বোর্ড যথাযথভাবে বিষয়টি মোকাবেলা করবে। গতকাল সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বোমা ফাটানোর পর থেকেই সৌরভের দিকে নজর ছিল দেশের সংবাদমাধ্যমগুলির। বৃহস্পতিবার সকাল থেকেই সৌরভের বাড়ির সামনে ভিড় ছিল সংবাদমাধ্যমের কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে বেহালার বাড়ি থেকে বেরোন সৌরভ। সঙ্গে সঙ্গেই তাঁকে একেবারে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের কর্মীরা।
বিরাট কোহলির (Virat Kohli) দাবি ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আজ সৌরভ বললেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বোর্ড যথাযথভাবে বিষয়টি মোকাবেলা করবে। গতকাল সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বোমা ফাটানোর পর থেকেই সৌরভের দিকে নজর ছিল দেশের সংবাদমাধ্যমগুলির। বৃহস্পতিবার সকাল থেকেই সৌরভের বাড়ির সামনে ভিড় ছিল সংবাদমাধ্যমের কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে বেহালার বাড়ি থেকে বেরোন সৌরভ। সঙ্গে সঙ্গেই তাঁকে একেবারে ঘিরে ধরেন সংবাদমাধ্যমের কর্মীরা।
দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে বুধবার সাংবাদিক বৈঠক করেন বিরাট কোহলি। সেখানে টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে সরাসরি সৌরভের মন্তব্যের উল্টো দাবি করেন তিনি। পরিষ্কার জানিয়ে দেন টি-২০ অধিনায়কত্ব না ছাড়ার জন্য বোর্ডের কেউ তাঁকে বলেননি বা বোর্ডের কেউই তাঁর সেই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। কোহলির টি-২০ দলের নেতৃত্ব ছাড়া নিয়ে সৌরভ বলেছিলেন, "আমি ব্যক্তিগত ভাবে বিরাট কোহলিকে অনুরোধ করেছিলাম টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে।" আরও পড়ুন: Shooter Kanika Layek Death: বালির গেস্ট হাউস থেকে উদ্ধার জাতীয়স্তরের শ্যুটার কণিকা লায়েকের ঝুলন্ত দেহ
গতকাল সৌরভের সেই দাবি উড়িয়ে বিরাট বলেন, " বিসিসিআই-কে আমি জানিয়েছিলাম টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। সেখানে কোনও না ছিল না। আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। সেই সময় জানিয়েছিলাম যে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব।"
কোহলি সাংবাদিক বৈঠকে এও বলেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার মাত্র ৯০ মিনিট আগে তিনি জানতে পারেন টি-২০ ফরম্যাটের পর ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক হিসাবে তাঁকে রাখা হচ্ছে না।