Virat Kohli's Fitness Video: দেখুন বিরাট কোহালির কঠোর ফিটনেস চর্চার ভিডিও

তিনি যে বরাবরই ফিটনেস (Fitness) অন্ত প্রাণ, তা অজানা নয় কারোরই। কিন্ত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ৩১ বছর বয়সি বিরাট কোহালি (Virat Kohli) যে ফিটনেসকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন, তা না দেখলে বিশ্বাস হবে না। সম্প্রতি নিজের ফিটনেস চর্চার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট (Instagram Post) করেছেন বিরাট। একেবারে চুপ করিয়ে দিয়েছেন তাঁদের, যারা বলেন 'বয়স বাড়ছে, আর পারছি না!'

বিরাট কোহালির কঠোর ফিটনেস চর্চা (Photo Credits: Instagram)

তিনি যে বরাবরই ফিটনেস (Fitness) অন্ত প্রাণ, তা অজানা নয় কারোরই। কিন্ত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ৩১ বছর বয়সি বিরাট কোহালি (Virat Kohli) যে ফিটনেসকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন, তা না দেখলে বিশ্বাস হবে না। সম্প্রতি নিজের ফিটনেস চর্চার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট (Instagram Post) করেছেন বিরাট। একেবারে চুপ করিয়ে দিয়েছেন তাঁদের, যারা বলেন 'বয়স বাড়ছে, আর পারছি না!'

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক (Indian Cricket Team Captain) বিরাট কোহলি বরাবরই ফিটনেস নিয়ে সচেতন। তিনি নিজে যেমন সবসময় ফিটনেস বাড়ানোর চেষ্টা করেন, তেমনই চান দলের সবাই ফিটনেসের দিকে নজর দিন। ইনস্টাগ্রামে ফিটনেস চর্চার দু’টি ভিডিও পোস্ট করেছেন বিরাট। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মাটি থেকে অনেকটা উঁচুতে লাফিয়ে উঠছেন। অপর ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাটিতে শুয়ে দু’হাতে ওজন তুলে পিছনের দিকে পা নিয়ে যাচ্ছেন তিনি। এই ভিডিওর সঙ্গে ভারতের অধিনায়ক লিখেছেন, ‘পরিশ্রম করব কি না, সেটা কখনও ইচ্ছার উপর নির্ভর করতে পারে না। নিজেকে উন্নত করার জন্য কঠোর পরিশ্রম দরকার।’ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পরাজয়ের পর ক্রিকেটারদের মধ্যে ‘ইয়ো ইয়ো’ টেস্ট বাধ্যতামূলক করে দিয়েছিলেন কোহালি। সেই থেকে এই টেস্টে পাশ করতে পারলেই জাতীয় দলের জন্য বিবেচিত হচ্ছেন ক্রিকেটাররা (Cricketer)। তার ফলও দেখা যাচ্ছে মাঠে। ভারতীয় ক্রিকেটারদের ফিট দেখাচ্ছে অনেক বেশি। আর কোহালিকেও ফিল্ডিংয়ের সময় মারাত্মক ক্ষিপ্র দেখাচ্ছে। আউটফিল্ডে নিচ্ছেন কঠিন সব ক্যাচ। বাঁচাচ্ছেন রানও। শুধু ব্যাট হাতে তিন ফরম্যাটে ধারাবাহিকতার সঙ্গে রানের মাধ্যমে নবীন প্রজন্মের কাছে আদর্শ হয়ে ওঠেননি কোহালি। তাঁর ফিটনেস চর্চাও অনুপ্রাণিত করছে পরবর্তী প্রজন্মকে। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে কোহালির পোস্ট করা ভিডিয়োতে ধরা পড়ল তাঁর ফিটনেসের নেপথ্য রহস্যও। ওই ভিডিওতে সাড়া ফেলেছে নেটদুনিয়ারও। আরও পড়ুন: Kobe Bryant Passed Away: হেলিকপ্টার দুর্ঘটনায় চলে গেলেন কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট

 

View this post on Instagram

 

Putting in the work shouldn't be a choice, it should be a requirement to get better. #keeppushingyourself

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

তরুণ খেলোয়াড়রা তো বটেই, লোকেশ রাহুল (Lokesh Rahul), মহম্মদ শামি (Mohammad Sami), জসপ্রীত বুমরাহ থেকে কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও বিরাটকে দেখে নিজেদের ফিটনেস বাড়ানোর দিকে নজর দিয়েছেন।