Virat Kohli on Kobe Bryant: ব্রায়ান্টের মৃত্যুতে মাঠে নামার আগে আবেগবিহ্বল বিরাট কোহলি
হেলিকপ্টারে চেপে মেয়ের বাস্কেটবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট (Kobe Bryant)। কিন্তু মেয়েকে নিয়ে আর মাঠ পর্যন্ত যাওয়া হয়নি সেদিন। মাঠে যাওয়ার পথেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড়ের। কোবে ব্রায়ান্টের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে খেল-দুনিয়ায়। গোটা দেশের তাবড় তাবড় খেলোয়াড়রা ব্রায়ান্টের মৃত্যুতে (Kobe Bryant Death) শোকপ্রকাশ করেন। মঙ্গলবার ফের হ্যামিলটনে একদিনের ম্যাচে খেলতে নামার আগে ব্রায়ান্টের স্মৃতিচারণায় আবেগবিহ্বল হয়ে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)।
মুম্বই, ৪ ফেব্রুয়ারি: মার্কিন যুক্তরাষ্টেরের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টর (Kobe Bryant)। হেলিকপ্টারে ছিলেন ব্রায়ান্টের মেয়ে জিয়ানা-সহ আরও ৭ জন। স্থানীয় সময় সকাল ১০ টা নাগাদ ভেঙে পড়ে বিমানটি। মাঠে যাওয়ার পথেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড়ের। কোবে ব্রায়ান্টের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে খেল-দুনিয়ায়। গোটা দেশের তাবড় তাবড় খেলোয়াড়রা ব্রায়ান্টের মৃত্যুতে (Kobe Bryant Death) শোকপ্রকাশ করেন। মঙ্গলবার ফের হ্যামিলটনে একদিনের ম্যাচে খেলতে নামার আগে ব্রায়ান্টের স্মৃতিচারণায় আবেগবিহ্বল হয়ে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। আরও পড়ুন: Mamata Banerjee at Nadia: NRC আতঙ্কে মৃত্যুমিছিল আসাম এবং বাংলায়, নরেন্দ্র মোদিকে তুলোধনা মমতা ব্যানার্জির
শুক্রবার সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, 'ব্রায়ান্টের ঘটনাটি খুবই দু:খের। আকস্মিক এই ঘটনায় আমরা সকলেই চমকে গিয়েছি। ব্রায়ান্টের খেলা দেখতে দেখতেই বড় হয়েছি আমি। জীবন যে এতটা অনিশ্চিত। এটা আগে জানা ছিল না আমার। তবে জীবন আমাদের যা দিয়েছে সেটা নিয়েই খুশি থাকা উচিত।'