টেস্টে দেশের সফলতম অধিনায়ক হলেন বিরাট কোহলি, 'ব্যাটসম্যান বিরাট'এর আড়ালে ঢাকা 'ক্যাপ্টেন কোহলি'ও অমরত্বের পথে
বিরাট কোহলি-র সাফল্যের মুকুটে বড় পালক। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাস সফলতম অধিনায়ক হলেন কোহলি। টেস্টে বছর চারেক দেশের অধিনায়কত্ব করেই বিরাট সবাইকে ছাপিয়ে সফলতম অধিনায়ক হলেন। জামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২৮টি টেস্ট জেতা হল ক্য়াপ্টেন কোহলি। বিরাট ছাপিয়ে গেলেন এমএস ধোনিকে (২৭টি)। যে ধোনির কাছ থেকে চার বছর আগে ব্যাটন নিয়ে দেশের টেস্ট অধিনায়ক হয়েছিলেন কোহলি।
জামাইকা, ৩ সেপ্টেম্বর: বিরাট কোহলি-র সাফল্যের মুকুটে বড় পালক। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাস সফলতম অধিনায়ক হলেন কোহলি। ব্য়াট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন কোহলি। প্রায় প্রতিদিনই ব্য়াট হাতে কোহলি কোনও না কোনও রেকর্ড ভাঙেন। কিন্তু ব্য়াটসম্যান বিরাটের আড়ালে ঢাকা পড়ে থাকা ক্য়াপ্টেন কোহলি এবার বড় রেকর্ড গড়ে ফেললেন। টেস্টে বছর চারেক দেশের অধিনায়কত্ব করেই বিরাট সবাইকে ছাপিয়ে সফলতম অধিনায়ক হলেন। ১৯৩২ সাল থেকে টেস্ট ক্রিকেটে খেলা ভারতের সর্বকালের সফল অধিনায়ক হলেন কোহলি। আগ্রাসী অধিনায়কত্ব করেই বাজিমাত করলেন কোহলি। দেশে- বিদেশে সব জায়গাতেই সফল বিরাট।
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকায় গিয়ে লড়াই করে আসা, ইংল্য়ান্ডের মাটিতে দীর্ঘদিন পর টেস্ট জয়ের স্বাদ পাওয়া। সবই এসেছে বিরাটের আমলে। সঙ্গে দেশের মাটিতে জয়ের অভ্যাস ধরে রেখে পূর্বসূরিদের সাফল্য বজায় রেখেছেন কোহলি। আরও পড়ুন-মহম্মদ শামি-র বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
জামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২৮টি টেস্ট জেতা হল ক্য়াপ্টেন কোহলি। বিরাট ছাপিয়ে গেলেন এমএস ধোনিকে (২৭টি)। যে ধোনির কাছ থেকে চার বছর আগে ব্যাটন নিয়ে দেশের টেস্ট অধিনায়ক হয়েছিলেন কোহলি। ২০১৪ সালের ডিসেম্বরে টেস্টে ধোনির অবসরের পর কোহলি দেশের অধিনায়ক হয়েছিলেন।
বিদেশের মাটিতে ক্যাপ্টেন কোহলির সাফল্যের হার একেবারে চমকপ্রদ। যেখানে অধিনায়ক হিসেবে ধোনি বিদেশের মাটিতে ৬টি টেস্ট জিতেছেন, সেখানে কোহলি এখনই ১৩টি টেস্ট জিতে ফেলেছেন।
ক্যাপ্টেন কোহলির পরিসংখ্য়ান এখন এমন-- বিরাট কোহলি দেশকে এখনও পর্যন্ত ৪৮টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, সেখানে কোহলি জিতেছেন ২৮টি, ড্র ১০টি, হার ১০টি-তে। সেখানে টেস্টে ক্যাপ্টেন ধোনির পরিসংখ্যান এমন। অধিনায়ক মাহি দেশকে মোট ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন ২৭টি-তে, হার ১৮টি-তে, বাকি ১৫টি ম্যাচ ড্র। টেস্টে অধিনায়ক ধোনির সাফল্যের হার যেখানে ৪৫%, সেখানে কোহলির ৫৮.৩৩%। সৌরভ গাঙ্গুলি দেশকে ৪৯টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২১টি-তে জয় এনে দেন, ড্র ১৫টি, হার ১৩টি। সৌরভের নেতৃত্বেই ভারত বিদেশের মাটিতে জেতার অভ্যাস শুরু করে।