ICC World Cup 2019: বিরাট কোহলিকে জরিমানা ICC-র, আফগান ম্যাচে অত্যধিক আউটের আবেদনের অভিযোগে অভিযুক্ত ভারত অধিনায়ক
আইসিসির তরফে জানানো হয়, আচরণবিধি লঙ্ঘন করেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক নিজের দোষ মেনে নিয়েছেন।
লন্ডন, ২৩ জুন, ২০১৯: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli) । যার জন্য জরিমানা হল বিরাট কোহলির। ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। সঙ্গে যুক্ত হয়েছে একটি ডেমিরিট পয়েন্ট। ভারত-আফগানিস্তান ম্যাচের ২৯তম ওভারের ঘটনা। সামির বলে জাজাইয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেছিলেন কোহলি।আবেদন ফিরিয়ে দেন আম্পায়ার আলিম দার। এর পরই কোহলি তাঁর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন
আইসিসির তরফে জানানো হয়, আচরণবিধি লঙ্ঘন করেছেন কোহলি।
ভারতীয় অধিনায়ক নিজের দোষ মেনে নিয়েছেন। তাই আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে টেস্ট সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছিল কোহলির নামের পাশে। এই নিয়ে মোট দুটি ডেমিরিট পয়েন্ট যোগ হল। আরও পড়ুন, পদত্যাগে অনড় রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতির পদের দৌড়ে এগিয়ে অশোক গেহলট
আরেকটি ডেমিরিট পয়েন্ট যুক্ত হলে কোহলি একটি টেস্ট ম্যাচ কিংবা দুটি ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে পারেন।