Taskin Ahmed on Missing Bus: ভারত-বাংলাদেশের ম্যাচের আগে বাসেই উঠতে পারেননি তাসকিন? বাদ পড়া নিয়ে কি বলছেন পেসার?
তাসকিন বলেন, 'আমি একটু দেরি করে ফেলেছিলাম, তবে টসের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলাম। টসের ৩০-৪০ মিনিট আগে মাঠে পৌঁছাই। টিম বাস মিস করি যেটা সকাল ৮টা ৩৫ মিনিটে হোটেল থেকে ছাড়ে'
বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ (Taskin Ahmed) স্বীকার করেছেন যে তিনি নর্থ সাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচের সকালে টিম বাস মিস করেছেন সেই কারণে তিনি ম্যাচটি খেলতে পারেননি সেটা সত্যি নয়। টিম কম্বিনেশনের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তাসকিন। ঢাকার আজকের পত্রিকাকে তাসকিন বলেন, 'আমি একটু দেরি করে ফেলেছিলাম, তবে টসের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলাম। টসের ৩০-৪০ মিনিট আগে মাঠে পৌঁছাই। টিম বাস মিস করি যেটা সকাল ৮টা ৩৫ মিনিটে হোটেল থেকে ছাড়ে। সকাল ৮টা ৪৩ মিনিটে মাঠে রওনা দেই। বাসের সাথে সাথেই আমি প্রায় মাঠেই পৌঁছে যায়। এমন নয় যে আমি দেরিতে পৌঁছেছি বলে তারা আমাকে নেয়নি। আমি কোনোভাবেই খেলতে যাচ্ছিলাম না।' Taskin Ahmed on BAN Loss: দশ বছরে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন খারাপ সময় দেখেননি, বললেন তাসকিন আহমেদ
তবে সম্প্রতি একটি রিপোর্ট ভাইরাল হয়েছে সেই অনুযায়ী বেশী ঘুমিয়ে পড়ায় তিনি মিস করেন ম্যাচটি। উল্লেখ্য, তাসকিনের পরিবর্তে জাকের আলীকে দলে নেয় বাংলাদেশ, বোলিং উদ্বোধন করেন মেহেদী হাসান ও সাকিব আল হাসান। ইএসপিএন ক্রিকইনফোতে তামিম ইকবাল তখন বলেছিলেন, তাসকিনকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি 'খুবই অবাক'। বাংলাদেশের পরবর্তী ম্যাচে ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে দলে ফেরেন তাসকিন। যদিও এ ঘটনায় তাসকিনকে কোনো জরিমানা করা হয়নি।
মঙ্গলবার সাংবাদিকদের সাকিব বলেন, 'টিম বাস কারও জন্য অপেক্ষা করে না, এটাই নিয়ম। যদি দুর্ভাগ্যক্রমে কেউ বাস মিস করে তবে তারা ম্যানেজারের গাড়ি বা ট্যাক্সিতে আসতে পারে।' সাকিব বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ পরিবহনের জন্য কঠিন জায়গা। টসের ৫-১০ মিনিট আগে তিনি পৌঁছে যান, তাই স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টের পক্ষে তাকে নির্বাচন করা কঠিন ছিল। খেলোয়াড়ের জন্যও এটি একটি কঠিন পরিস্থিতি। তাসকিন দলের কাছে ক্ষমা চেয়েছেন এবং সবাই এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছে। এটা অনিচ্ছাকৃত ভুল ছিল। ব্যাপারটা ওখানেই শেষ হয়ে যায়।'
মঙ্গলবার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সামনেই এই ঘটনা তুলে ধরা হয়। তখন পাপন বলেন, 'যখন দেখলাম তাসকিন একাদশে নেই, তখন আমি (টিম ম্যানেজার) রাবিদকে (ইমাম) ফোন করেছিলাম, তিনি আমাকে বলেন যে তাসকিন টিম বাস মিস করেছে। কিন্তু রাবীদ বলেছে, সে এখন মাঠে আছে, সে একটু দেরিতে এসেছে।'