Tamil Nadu Premier League 2023 Squads & Live Streaming: তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) সপ্তম আসর শুরু হয়েছে ১২ জুন থেকে। এক মাসের মধ্যে দলগুলো ৩২টি ম্যাচ খেলবে, যার ফাইনাল ১২ জুলাই অনুষ্ঠিত হবে। কোয়েম্বাটুর, ডিন্ডিগুল, সালেম এবং তিরুনেলভেলি ম্যাচগুলি আয়োজন করবে। বেশ কয়েকজন অসাধারণ ক্রিকেটার মাঠে নামবেন, যাঁদের অনেকেই ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন।
টিএনপিএল ২০২৩: দল ও স্কোয়াড
বলসি ত্রিচি (Ba11sy Trichy): কে মণি ভারতী (উইকেটকিপার), টি নটরাজন, রামাদোস আলেকজান্ডার, এসপি বিনোদ, অক্ষয় শ্রীনিবাসন, অ্যান্টনি ধস, কে ঈশ্বরণ, ড্যারিল ফেরারিও, ভি আথিসিয়ারাজ ডেভিডসন, রঘুপতি সিলাম্বরাসন, এম শাজাহান, পি ফ্রান্সিস রোকিন্স, গঙ্গা শ্রীধর রাজু, জি গডসন, আর রাজকুমার, টি সারন, কে মনিশ, কে মোহাম্মদ আজিম, জাফর জামাল, জি কার্তিক শনমুগম।
চেপক সুপার গিল্লিজ (Chepauk Super Gillies): এন জগদীশন (উইকেটকিপার), প্রদোষ রঞ্জন পাল (উইকেটকিপার), বাবা অপরাজিত, রাজগোপাল সতীশ, রাহিল শাহ, এস হরিশ কুমার, বি আয়াপ্পান, এম ভিজু অরুল, এম সিলাম্বারাসান, আর সিবি (R Sibi), টিডি লোকেশ রাজ, এস মাধবন কুমার, রকি ভাস্কর, রামলিঙ্গম রোহিত, উথিরাসামী শশীদেব, সঞ্জয় যাদব, এস সন্তোষ শিব।
ডিন্ডিগুল ড্রাগন (Dindigul Dragons): আদিত্য গণেশ (উইকেটকিপার), আর অশ্বিন, বরুণ চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ, সুবোধ ভাটি, অদ্বৈত শর্মা, বিমল খুমার, পি ভিগনেশ, এমই তামিল ধিলিপান, আফফান খাদের, এস অরুণ, রোহান ভুত্রা, ভিপি দিরান, হেমন্ত কুমার, কিশার, বুপতি কুমার, পি সারাভানা কুমার, সি শরৎ কুমার।
আইড্রিম তিরুপুর তমিঝান্স (iDream Tiruppur Tamizhans): তুষার রহেজা (উইকেটকিপার), বিজয় শঙ্কর, আর সাই কিশোর, বি অনিরুদ্ধ, অজিত রাম, আমি ভেট্রিভেল, কে বিশাল বৈদ্য, রাজেন্দ্রন বিবেক, পি ভুবনেশ্বরন, এন এস চতুর্বেদী, এস গণেশ, রাহুল হরিশ, এইচ ত্রিলোক নাগ, এম রাগাভান, গণেশন পেরিয়াস্বামী, মোহাম্মদ আলী, রাধাকৃষ্ণণ, জি পার্থসারথি, আলিরাজ কারুপুসামী, এস মনিগান্দন।
লাইকা কোভাই কিংস (Lyca Kovai Kings): সুরেশ কুমার (উইকেটকিপার), বি সাই সুধারসন, এম শাহরুখ খান, এম সিদ্ধার্থ, এম মোহাম্মদ, আতিক উর রহমান, আর দিবাকর, পি বিদ্যুথ, বল্লিয়াপ্পন যুধিশ্বরন, এস সুজয়, কে গৌতম থামারাই কান্নান, পি হেমচরণ, এল কিরণ আকাশ, ঝাটবেধ সুব্রহ্মণ্যন, রাম অরবিন্দ, বি শচীন, এল কিরণ আকাশ, ইউ মুকিলেশ, কে এম ওম প্রকাশ।
নেল্লাই রয়্যাল কিংস (Nellai Royal Kings): অরুণ কার্তিক (উইকেটকিপার), সন্দীপ ওয়ারিয়র, আদিত্য অরুণ, গুরুস্বামী অজিতেশ, সোনু যাদব, পি সুগেন্ধিরন, শ্রী নেরঞ্জন, এল সূর্যপ্রকাশ, এসজে অরুণ কুমার, ঋত্বিক ঈশ্বরণ, আশ্বিন ক্রিস্ট, এম পোইয়ামোঝি, নিধিশ রাজগোপাল, জে রোহান, ইমানুয়েল চেরিয়ান, এন এস হরিশ, এন কাবিলান, কার্তিক মণিকান্দন, আর মিঠুন, এস মোহন প্রসথ।
সালেম স্পার্টানস (Salem Spartans): অমিত সাতভিক (উইকেটকিপার), আর কাভিন, এস অবিশিয়েক, আকাশ সুমরা, এস অরবিন্দ, এন সেলভা কুমারন, সানি সান্ধু, অভিষেক তানওয়ার, ভি যুবরাজ, মন বাফনা, কৌশিক গান্ধী, এম গণেশ মূর্তি, জে গৌরী শঙ্কর, মুহাম্মদ আদনান খান, প্রশান্ত রাজেশ, শচীন রাঠি, রবি কার্তিকেয়ন, আরএস মোকিত হরিহরণ, ভিআরএস গুরু কেদারনাথ, আরএস জগন্নাথ সিনিভাস।
সিকেম মাদুরাই প্যান্থার্স (Siechem Madurai Panthers): ওয়াশিংটন সুন্দর, এম অশ্বিন, সি হরি নিশান্ত, জে কৌশিক, v আদিত্য, অজয় কৃষ্ণ, আন্তন এ সুবিকাশন, ডি সুধন, বালু সূর্য, স্বপ্নিল কে সিং, এম আয়ুশ, কে দীবান লিঙ্গেশ, শিজিত্ চন্দ্রন, v গৌতম, কৃষ জৈন, পি সারাভানন, দেব রাহুল, এস শ্রী আবিসেক, গুরজপনীত সিং, এস কার্তিক
কবে, কোথায় আয়োজিত হবে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ?
১২ জুন থেকে শুরু হয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। একমাস ব্যাপী এই লিগ শেষ হবে ১২ জুলাই।
কখন থেকে শুরু হবে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ?
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ শুরুর সময় মূলত ৭টা ১৫ মিনিটে। তবে ডাবল হেডারের দিনে প্রথম খেলা শুরু হবে ৩ টে ১৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ?
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোডে (FanCode)