Suresh Raina Takes Daughter Gracia on Drive: দিল্লিতে তুমুল বৃষ্টি, তার মধ্যে মেয়েকে নিয়ে ড্রাইভে সুরেশ রায়না; দেখুন ভিডিয়ো
অনুশীলনের সঙ্গে সঙ্গে চুটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। এবার তাঁকে দেখা গেল দিল্লির তুমুল বৃষ্টির মধ্যে ড্রাইভে যেতে। তাও আবার ছোট্ট মেয়ে গ্রাসিয়াকে (Gracia) নিয়ে। আর সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। রায়না জানিয়েছেন, তাঁর মেয়ে বৃষ্টির মধ্যে গাড়ি চড়ে খুব আনন্দ পেয়েছে।
অনুশীলনের সঙ্গে সঙ্গে চুটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। এবার তাঁকে দেখা গেল দিল্লির তুমুল বৃষ্টির মধ্যে ড্রাইভে যেতে। তাও আবার ছোট্ট মেয়ে গ্রাসিয়াকে (Gracia) নিয়ে। আর সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। রায়না জানিয়েছেন, তাঁর মেয়ে বৃষ্টির মধ্যে গাড়ি চড়ে খুব আনন্দ পেয়েছে।
গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি হচ্ছে উত্তর ভারত সহ দিল্লিতে। তার মধ্যেই গাড়ি চালিয়ে যেতে দেখা গেল রায়নাকে। টুইটারে সুরেশ রায়না লিখেছেন, "আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে ড্রাইভ করছি। সে বৃষ্টির প্রেমে পড়ে গেছে।" আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বিসিসিআই প্রেসিডেন্ট পদের মেয়াদ বাড়ছে? আজ সুপ্রিম রায়
করোনাভাইরাস মহামারীর (Coronavirus) কারণে বেশ কয়েকমাস ক্রিকেট বন্ধ ছিল। আইপিএল নিয়ে আশার আলো দেখা গেছে। তাই ভারতের ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদর মতো করে অনুশীলন শুরু করেছেন। অনুশীলন শুরু করেছেন সুরেশ রায়নাও (Suresh Raina)। কয়েকদিন আগে একটি ভিডিয়োতে তাঁকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। আর বল হাতে দেখা গেছে পেসার মহম্মদ শামি (Mohammed Shami) ও স্পিনার পীযূষ চাওলাকে (Piyush Chawla)। অনুশীলনে বেশ মেজাজের সঙ্গে ব্যাট করতে দেখা যায় রায়নাকে। বল হাতে আগের মতোই শামি। সামনেই আইপিএল। বিদেশের মাটিতেই তা হওয়ার সম্ভাবনা। তাই আগে থেকেই নিজেদের ফিট রাখতে মাঠে নেমে পড়েছেন রায়না, শামি ও চাওলা।